Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeউত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস অলকানন্দা নদীতে পড়ে  নিখোঁজ ১০

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস অলকানন্দা নদীতে পড়ে  নিখোঁজ ১০

ওয়েবডেস্ক- উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগ জেলায় (Rudraprayag District) দুর্ঘটনা। ১৮ জন যাত্রীসহ একটি বাস অলকানন্দা নদীতে (Alaknanda River) পড়ে, অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে খবর। সাত জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বাসটিতে ১৮ জন  যাত্রী ছিল।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা ১৮, বন্ধ একাধিক রাস্তা

 রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথিরে ১৮ আসনের একটি বাস অলকানন্দা নদীতে পড়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। উদ্ধার অভিযানের জন্য এসডিআরএফ, পুলিশ এবং প্রশাসনের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে জানিয়েছেন, গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, রুদ্রপ্রয়াগ জেলায় একজন টেম্পো ট্রাভেলারের নদীতে পড়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। SDRF এবং অন্যান্য উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ করছে। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি। সকলের নিরাপত্তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।

দেখুন আরও খবর-

Read More

Latest News