Wednesday, November 12, 2025
Homeঝাড়গ্রামে গরু পাচার চক্রে গ্রেফতার ২

ঝাড়গ্রামে গরু পাচার চক্রে গ্রেফতার ২

ঝাড়গ্রাম: বড়সড় গরু পাচার (Cow Smuggling) রুখে দিল বেলিয়াবেড়া থানার পুলিশ। গরু পাচারের ঘটনায় আটটি গরু সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঘটনা ঝাড়গ্রাম জেলার (Jhargram) বেলিয়াবেড়া থানার অন্তর্গত আম্বি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম গুরুপ্রসাদ মল্লিক ও নিমাই হেমব্রম। তাদের বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকায়। ঘটনায় অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে (Jhargram Court) পেশ করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। একইসঙ্গে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও খবর, রাতে দুটি পিকআপ ভ্যানে ৮ টি গরু নিয়ে যাওয়ার সময় বেলিয়াবেড়া থানার আম্বি এলাকায় পুলিশ অভিযান চালায়। ওই পিকআপ ভ্যান দুটিকে আটক করে পুলিশ। গাড়ির চালক গরুর কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি পিকআপ ভ্যান সহ গরু গুলিকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

এই অভিযানে নেতৃত্ব দেন বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডল। অভিযুক্তদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাদেরকে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

দেখুন অন্য খবর

Read More

Latest News