ওয়েব ডেস্ক: অজয় দেবগনের দৃশ্যাম(Drishyam 3) ছবির সিরিজের তৃতীয় পার্টের কাজ শুরু হতে চলেছে। মালায়লাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ এই ‘দৃশ্যম'(২০১৩)। অজয় দেবগনের(Ajay Devgn) কেরিয়ারের অন্যতম চরিত্র হল বিজয় সালগাঁওকার। উল্লেখ্য দৃশ্যম ফ্রাঞ্চাইজির আগামী ছবি কবে শুরু হচ্ছে কিংবা কবেই বা মুক্তি পাবে তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট কৌতুহল। জিতু জোসেফ্(Jeethu Joseph ) পরিচালিত এই সিরিজের প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০১৫ সালে এবং দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২২ সালে এটি পরিচালনা করেছিলেন অভিষেক পাঠক। হিন্দি ভাষার রিমিকে অভিনয় করেছিলেন অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না ও আরো অনেকে। ৩৮ কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি টাকা।
উল্লেখ্য গান্ধীজয়ন্তী ‘দৃশ্যম’ ফ্রাইঞ্চাইজির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সেই জন্য ‘দৃশ্যম ৩’ ছবির যাত্রা শুরু করবে দুই অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীতে। এটি হবে ম্যারাথন সিডিউল। মহারাষ্ট্রের রিয়েল লোকেশন এ তিন মাস ধরে চলবে এই ছবির শুটিং। ইতিমধ্যেই অজয় দেবগনের শুটিং সিডিউল চূড়ান্ত হয়েছে।
শুধু ছবির শুটিং শুরুর তারিখের ক্ষেত্রে নয়, এমনকি ছবি মুক্তির ক্ষেত্রেও দুই অক্টোবরকে মাথায় রেখেই একই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে নির্মাতারা। অর্থাৎ ২০২৬ সালের
২ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগানের ‘দৃশ্যম ৩’। অজয় দেবগন ছাড়াও তাবু,রজত কাপুর,ইশিতা দত্ত,শ্রিয়া শরণ প্রমূখ থাকবেন ছবিতে।