ধসের কবলে সিকিমের সেনা ক্যাম্প, নিহত ৩

0

ওয়েব ডেস্ক: আরও ভয়াল হয়ে উঠছে সিকিমের (Sikkim) বন্যা পরিস্থিতি। এবার সিকিমের মিলিটারি ক্যাম্পে ধস। মৃত্যু হয়েছে ৩ জনের। ৩ জনই সেনাকর্মী। নিখোঁজ ৬। ভারত ও চিন সীমান্তে লাগোয়া ওই এলাকায় সেনা ক্যাম্পের ছড়াছড়ি। রবিবার সন্ধ্যেয় আচমকা ধস নামে সেখানে। ধসে চাপা পড়ে যান ৩ সেনা ও ৭ সেনাকর্মী।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে উত্তর সিকিমে। ভয়াল চেহারা নিয়েছে তিস্তা। লাচুং, সাঙ্কালন, চুংথাং, লাচেনের দিকে একাধিক রাস্তায় ধস নেমেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে
রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর সিকিমের চাটেনে ফের ধস নাম। নিহতদের নাম লখিন্দর সিং, মুনিশ ঠাকুর ও অভিষেক লাখদা।

আরও পড়ুন: মেঘালয়ে রেকর্ড বৃষ্টি, ধস ও বন্যায় মৃত ৩৪

২৮ মে থেকে সব উত্তর সিকিম জুড়ে প্রাকৃতিক দুর্যোগ চলছে। চুংথাং থেকে লাচেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উঠেছে। ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন। যদিও স্থানীয় প্রশাসন ও সেনার তরফে যৌথ ভাবে উদ্ধারকাজ চালানো হয়। সেনাদের তরফ থেকে জানানো হয়েছে, সিকিমের পাহাড়ি দুর্গম পথে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে ভারতীয় সেনা।

যদিও সোমবার উত্তর সিকিমের আবহাওয়ার খানিক উন্নতি হয়। আটকে পড়া পর্যটকদের গ্যাংটকে ফেরানোর কাজ শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ আট পর্যটকদের হদিশ এখনও মেলেনি। তিস্তার খাদে জিপ পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ পর্যটকরা।

দেখুন আরও খবর: