Saturday, January 17, 2026
HomeScrollএবার লুধিয়ানায় ' ব্ল্যাকআউট '

এবার লুধিয়ানায় ‘ ব্ল্যাকআউট ‘

ওয়েব ডেস্ক: পেহেলগামে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটিতে চালায় হামলা। ভারতীয় সেনা, নৌবাহিনী, এবং বিমান বাহিনী এই তিন বাহিনীর যৌথ উদ্যোগে চলে এই অপারেশন। ‘ অপারেশন সিঁদুর ‘। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই আক্রমণের জেরে ১০০ জন জঙ্গিকে নিহত করা গেছে।

প্রতিশোধের আগুনে ফুসছিল পাকিস্তান। থেমেছিল না তারা। ‘ অপারেশন সিঁদুর ‘ এর পরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু সেই হামলা ফলপ্রসূত হয়নি। তার আগেই ভারতীয় সেনা পাকিস্তানের ‘ এয়ার ডিফেন্স রিডার সিস্টেম ‘ ভেঙে গুঁড়িয়ে দেয়।

আরও পড়ুন: পাকিস্তানের ৩০ মিসাইল ধবংস করল ভারত, ভয়ে পালাচ্ছে পাকিস্তান

কিন্তু তারপরও চুপ থাকেনি পাকিস্তান। বৃহস্পতিবার রাত নটার পর অ্যাকশন শুরু করে পাকিস্তান। সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট হয়ে যায় জম্মু-কাশ্মীর। আর এবার জানা যাচ্ছে, লুধিয়ানায় ‘ ব্ল্যাকআউট ‘বাসিন্দাদের আলো নিবিয়ে ঘরে থাকতে বলল প্রশাসন।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News