নয়া দিল্লি: ৭৬তম প্রজাতন্ত্র দিবস (76th Republic Day) উপলক্ষে ভারত (India) আজ গোটা বিশ্বের কাছে নিজেদের শক্তি তুলে ধরবেন। এ বছর প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) থিম ‘সংবিধানের ৭৫ তম বার্ষিকী’। কুচকাওয়াচের থিম হল ‘গোল্ডেন ইন্ডিয়া: হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এদিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
আরও পড়ুন: অরিজিৎ সিং, মমতা শংকর সহ বাংলার ৯ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন
রবিবার, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসবে ১৬টি ট্যাবলো, কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ ও সংস্থাগুলির ১৫টি প্যারাডে প্রদর্শীত হবে।
৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। এদিন কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার একটি মার্চিং স্কোয়াড এবং একটি ব্যান্ডও অংশ নেবে। অনুষ্ঠানে যোগদানকারী ইন্দোনেশিয়ার চতুর্থ রাষ্ট্রপতি সুবিয়ানতো। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণো ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবস পালনে ভারতে আসেন।
দেখুন আরও খবর: