Saturday, August 23, 2025
HomeScroll'শিশুদের মধ্যে স্থূলতা চার গুণ বেড়েছে,' ‘মন কি বাত’ অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ...

‘শিশুদের মধ্যে স্থূলতা চার গুণ বেড়েছে,’ ‘মন কি বাত’ অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আজ ১১৯ নম্বর এপিসোডে ‘মন কি বাত’ (Mann Ki Baat) সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) । পর্বের শুরুতে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ‘ইসরো’র (Isro) প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের এই বিশেষ পর্বে তিনি দেশের মানুষকে একদিনের জন্য ‘বিজ্ঞানী’ হয়ে বিজ্ঞান সম্পর্কিত কেন্দ্র ইসরোতে যাওয়ার আহবান জানান।

মোদি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আজ চলছে, কিন্তু আজ, আমি আপনাদের সকলের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলতে যাচ্ছি না, মহাকাশে ভারত যে দুর্দান্ত সেঞ্চুরি করেছে তার কথা বলব।

গত মাসে, দেশট ISRO-এর ১০০ তম রকেট উৎক্ষেপণের সাক্ষী ছিল। আমাদের দেশে অর্জনের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। এটি একটি লঞ্চ ভেহিকল তৈরি করা হোক, চন্দ্রযান, মঙ্গলযান এবং আদিত্য এল-1-এর সাফল্য বা মহাকাশে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের অভূতপূর্ব মিশন পরিচালনা করা হোক।”

আরও পড়ুন: সংশোধিত অ্যাডভোকেট বিলে পরিবর্তনে সম্মত কেন্দ্রীয় সরকার

প্রধানমন্ত্রী নারী শক্তির উন্নয়ন নিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোর একটি বড় বিষয় হল আমাদের মহাকাশ বিজ্ঞানীদের দলে নারী শক্তির অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মহাকাশ গবেষনা এখন আমাদের তরুণ প্রজন্মের কাছে প্রিয় হয়ে উঠছে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করব। মোদির দেশবাসীর উদ্দেশে আহ্বান ‘ আপনারা সকলে একদিনের জন্য নিজেকে বিজ্ঞানী’ মনে করে ইসরোর গবেষনাগার ও মহাকাশ কেন্দ্র পরিদর্শন করুন।

‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, শিশুদের মধ্যে স্থূলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শিশুদের মধ্যে এটি চারগুণ বেড়েছে। একটি সক্ষম ও সুস্থ জাতি হয়ে উঠতে, আমাদের স্থূলতার সমস্যা মোকাবিলা করতে হবে। মোদি বলেন, একটি গবেষনায় দেখা গেছে, আটজনের মধ্যে একজন স্থূলতার শিকার। বিগত কয়েক বছরে স্থূলতা দ্বিগুণ আকারে বেড়েছে।

প্রধানমন্ত্রীর পরামর্শ,  অতএব, আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি প্রতি মাসে ১০ শতাংশ কম তেল ব্যবহার করবেন। এটি স্থূলতা মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। খাদ্যাভ্যাসের অল্প একটু পরিবর্তন করলেই আপনি আপনার ভবিষ্যৎ মজবুত করতে পারবেন।

নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমস্ত ধরণের জ্ঞানই দেবীর বিভিন্ন রূপের প্রকাশ,  তিনি বিশ্বের সমস্ত নারী শক্তিতেও প্রতিফলিত হন। আমি একটি উদ্যোগ নিতে যাচ্ছি যা আমাদের নারী শক্তিকে উৎসর্গ করবে। আমি একদিনের জন্য আমাদের দেশের কয়েকজন অনুপ্রেরণাদায়ী মহিলার কাছে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি হস্তান্তর করতে যাচ্ছি।

এই ধরনের মহিলারা যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, উদ্ভাবন করেছেন এবং নিজেদের জন্য একটি রূপরেখা তৈরি করেছেন।  ৮ মার্চ তারা দেশবাসীর সঙ্গে তাদের কাজ শেয়ার করবেন। মোদি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আমার হলেও, সেখানে তাঁদের অনুপ্রেরণামূলক কাজ শেয়ার করা হবে।

ক্রীড়া নিয়ে প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেন, উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় গেমসে সারা দেশ থেকে ১১,০০০ টিরও বেশি ক্রীড়াবিদ দুর্দান্ত পারফর্ম করেছে। এই অনুষ্ঠানটি দেবভূমিকে একটি অন্যমাত্রা এনে দিয়েছে।  এটি খেলাধুলোর শক্তি যা, রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং শ্রেষ্ঠত্বের সংস্কৃতিকেও প্রচার করে। এই খেলাগুলিতে সর্বাধিক স্বর্ণপদক জেতার জন্য দলকে আমার আন্তরিক অভিনন্দন।

প্রধানমন্ত্রী এদিন শিক্ষার্থীদের পরীক্ষার সময় চাপমুক্ত থাকার পরামর্শ দেন। মোদি বলেন, প্রতি বছর ‘পরীক্ষা পে চর্চা’য় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমি খুশি যে এই উদ্যোগটি এখন আরও প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। অনেক নতুন বিশেষজ্ঞও এতে যোগ দিচ্ছেন। এই বছর, আমরা ‘পরীক্ষা পে আলোচনা’-তে একটি নতুন ফর্ম্যাট চালু করেছি। আমরা সামগ্রিক পরীক্ষার প্রস্তুতি থেকে স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা এবং পুষ্টি পর্যন্ত নিয়ে কথা  বলছি।

এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা, বিজেপি সাংসদ বনসুরি স্বরাজ এবং অন্যরাও  শ্রোতা ছিলেন।

দেখুন অন্য খবর:

 

 

 

 

Read More

Latest News