Tuesday, September 2, 2025
HomeScrollপহেলগাম কাণ্ডে বিশেষ অধিবেশনের দাবি, মোদিকে চিঠি রাহুলের

পহেলগাম কাণ্ডে বিশেষ অধিবেশনের দাবি, মোদিকে চিঠি রাহুলের

ওয়েব ডেস্ক: পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) উদ্দেশ করে লেখা একটি চিঠি লিখলেন তিনি। সেই চিঠিতেই তিনি বিশেষ অধিবেশন চাইলেন বিরোধী দলনেতা।

মোদিকে পাঠানো চিঠিতে রাহুল গান্ধী জানিয়েছেন, “এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ। এখনই সময়, যখন সেই ঐক্যের বার্তা সংসদের মঞ্চ থেকে উচ্চারিত হওয়া উচিত। জনপ্রতিনিধিদের একত্রিত হয়ে নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। আমরা চাই অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।”

আরও পড়ুন: ৩ সেনাপ্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মোদি, এবার কী হবে?

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সংসদের বিরোধী দলনেতা আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বার্তা দেওয়া আজ সময়ের দাবি। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে গোটা দেশকে আশ্বস্ত করা দরকার যে, এই লড়াইয়ে সবাই একসঙ্গে রয়েছে।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই ধরনের চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। তাঁর দাবি, পহেলগামের হামলা দেশের নিরাপত্তায় এক বড়সড় ধাক্কা। এই মুহূর্তে প্রয়োজন সর্বদলীয় আলোচনার, যেখানে শাসক-বিরোধী নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে কড়া জবাব দেবে। খাড়গে বলেন, “এই হামলা শুধু সাধারণ মানুষকে নয়, দেশের ঐক্যকেই আঘাত করেছে। সংসদে আলোচনার মাধ্যমে সেটা স্পষ্ট করা হোক।” যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই দাবির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News