Saturday, August 23, 2025
HomeScrollমোদির পর কি তিনিই প্রধানমন্ত্রী? জানিয়ে দিলেন যোগী আদিত্যনাথ

মোদির পর কি তিনিই প্রধানমন্ত্রী? জানিয়ে দিলেন যোগী আদিত্যনাথ

ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদির (Narendra Modi) পর বিজেপির (BJP) মুখ কে হবেন, তা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। ইতিমধ্যে ৭৪ বছর বয়স হয়েছে প্রধানমন্ত্রীর। তাই তিনি যে আর বেশিদিন বিজেপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারবেন না, তা একপ্রকার আন্দাজ করা যায়। তাই আগামীতে মোদির ‘সাবস্টিটিউট’ হিসেবে অনেকেই অমিত শাহ (Amit Shah) এবং যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নাম সামনে আনছেন। বাড়ছে জল্পনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন স্বয়ং যোগী।

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আদিত্যনাথ বলেন, ‘‘রাজনীতি আমার কাছে পূর্ণ সময়ের কাজ নয়। আমি মনেপ্রাণে একজন যোগী।’’ তবে তাঁর অনুগামীরা তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘সব কিছুরই একটা সময় আছে।’’

আরও পড়ুন: “ভুল করেছি, আর হবেনা…,” অমিত শাহকে কথা দিলেন নীতীশ কুমার

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যোগীরাজ্যে সেভাবেও চমক দিতে পারেনি বিজেপি। ২০১৯ সালে যেখানে ৮০টির মধ্যে ৬২টি আসন জিতেছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা, সেখানে ২০২৪-এ তাদের আসনসংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৩৩-এ। উল্লেখযোগ্য বিষয় হল বারাণসীতে নরেন্দ্র মোদির জয়ের ব্যবধানও কমেছিল বেশ খানিকটা। অযোধ্যায় রাম মন্দির বানিয়েও জিততে পারেননি বিজেপি প্রার্থী। এই প্রেক্ষাপটে যোগী আদিত্যনাথের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে।

যোগী আদিত্যনাথ অবশ্য সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘দলের কারণেই আজ আমি এখানে এসেছি। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে মতপার্থক্য থাকলে কি আমি পদে থাকতে পারি!’’ তাও তাঁর অনুগামীরা ‘দিল্লিতে যোগীরাজ’ স্লোগান দিতে ছাড়ছেন না। এখন বিজেপির ভবিষ্যৎ কার হাতে যায়, সেটাই দেখার বিষয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News