Thursday, January 29, 2026
HomeScrollনাজিরাবাদ কাণ্ডে উদ্ধার ২১টি দেহাংশ, পরিচয় নিশ্চিত করতে শুরু হচ্ছে DNA ম্যাপিং
Anandapur Fire Breakout

নাজিরাবাদ কাণ্ডে উদ্ধার ২১টি দেহাংশ, পরিচয় নিশ্চিত করতে শুরু হচ্ছে DNA ম্যাপিং

বৃহস্পতিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে

কলকাতা: আনন্দপুরের (Anandapur) নাজিরাবাদে (Naziabad) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় জানতে এই বৈজ্ঞানিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

উল্লেখ্য, নাজিরাবাদের ওই অগ্নিকাণ্ডের পর থেকেই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে একাধিক দেহাংশ উদ্ধার হয়, যেগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চাক্ষুষ শনাক্তকরণ সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে DNA পরীক্ষাই একমাত্র ভরসা বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন: উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়ছে গরম

অগ্নিকাণ্ডের পর এখনও পর্যন্ত ২৮ জনের পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। অনেক পরিবারই তাঁদের পরিজনের কোনও খোঁজ না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। DNA ম্যাপিংয়ের মাধ্যমে উদ্ধার হওয়া দেহাংশগুলির সঙ্গে নিখোঁজদের পরিবারের নমুনা মিলিয়ে দেখার কাজ হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই নিহতদের পরিচয় চূড়ান্ত করা হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই DNA পরীক্ষা দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছ থেকেও DNA নমুনা সংগ্রহ করা হবে।

অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তও জোরদার করা হয়েছে। কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন ও দমকল দফতর। ঘটনার সঙ্গে যুক্ত সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

DNA রিপোর্ট হাতে পাওয়ার পরই নিহতদের পরিবারকে চূড়ান্ত তথ্য জানানো হবে। ততদিন পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছেন উদ্বিগ্ন পরিজনরা।

Read More

Latest News