ওয়েব ডেস্ক : ঘনিষ্ঠ অবস্থায় এক গৃহবধূ ও তার নাবালককে প্রেমিককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল ৬ বছরের শিশু কন্যা। সেই ‘অপরাধে’ তাকে খুন (Murder) করল তারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) সিকান্দ্রা রাও থানা এলাকার একটি গ্রামে। ঘটনায় ওই শিশুর মা ও তার নাবালক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাড়িতে অনুষ্ঠান ছিল। কিন্তু ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পর খোঁজ শুরু হয় ওই শিশুর। তার পরেই দুপুরে পরিত্যক্ত এক কুয়ো থেকে ওই শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের সময় শিশুটির গলায় কাপড় বাঁধা ছিল বলে জানা গিয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসে, শ্বাসরোধ করেই ওই শিশুকে খুন করা হয়।
আরও খবর : ফের মুম্বইয়ে বোমা হামলার হুমকি! তদন্তে পুলিশ
জানা গিয়েছে, ঘটনায় নিজের অপরাধের কথা কবুল করেছেন ওই মহিলা। তিনি পুলিশের (Police) কাছে জানিয়েছেন, নাবালক ও গৃহবধূর মধ্যে প্রায় তিন মাস ধরে সম্পর্ক ছিল। তবে ঘটনার দিন স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকায় প্রেমিক কিশোরকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ওই গৃহবধূ। কিন্তু এর পরেই দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে ৬ বছরের ওই শিশু কন্যা। সে বিষয়টি সবাইকে বলে দেওয়ার হুমকি দেয় বলে খবর। পুলিশের দাবি, এর পরেই অভিযুক্তরা ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করে। তার পরেই প্রমাণ লোপাটের জন্য শিশুর দেহ ফেলে দেয় পরিত্যক্ত কুয়োয়।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলার হাতে একটি ক্ষতচিহ্ন লক্ষ করেছিল পুলিশ। অনুমান, শিশুটিকে খুন করার সময়েই এই ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল। পুলিশের দাবি, এর পরেই ওই শিশুকন্যাকে খুন করার কথা স্বীকার করে নেন ওই মহিলা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর :