Monday, September 15, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপুরুলিয়াকে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক
Abhishek Banerjee

পুরুলিয়াকে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

‘আমাদের সমাধানে’ আমরা-ওরা না করে দ্রুত কাজ সমাধান করুন

ওয়েবডেস্ক- ২০২৬ নির্বাচনে শিয়রে (2026 Assemble Election)। পুজোর আগে পুরুলিয়া (Purulia) জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশ দিলেন অভিষেক।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ২৪ এর  লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে তীরে এসে তৈরি ডুবেছে তৃণমূল কংগ্রেসের। আশানুরূপ ফল হয়নি। ১৭ হাজার ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল। গত একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভাতে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল মাত্র তিনটি আসন, সেখানে বিজেপি পেয়েছিল ৪ টি আসন।

কিন্তু ২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুরুলিয়াতে পরাজিত হলেও হারানো জমি বেশ কিছুটা উদ্ধার করতে পেরেছে। দলের মধ্যে মতান্তর সরিয়ে ভালো ফল করার জন্য একসঙ্গে লড়াইয়ের সুর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যে পুরুলিয়া সংগঠনিক বেশ কিছু বড় সভা পরিবর্তন করেছেন। ২৬ এর বিধানসভা নির্বাচনে সাতটি আসনে সাতটিতে জয়লাভ করার লক্ষ্য স্থির করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- পুজোয় নিয়ন্ত্রিত হবে পণ্যবাহী যান, উদ্যোগী কলকাতা পুলিশ

পুরুলিয়ার প্রতিটি বাড়িতে প্রচারের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি বাড়িতে বাড়িতে বসে না থেকে বলুন আপনারা বিজেপি প্রার্থীকে জিতিয়েছেন লোকসভা তে কিন্তু আপনারা কি আপনাদের পাওনা  টাকা পেয়েছেন? আবাস যোজনা পেয়েছেন? ১০০ দিনের টাকা পেয়েছেন? কোন কিছু দেয়নি বিজেপি সরকার। এটি প্রতি মানুষের কাছে প্রচার করতে হবে।

আমার পড়া আমার সমাধান ঠিকভাবে কাজ হচ্ছে কিনা বিধায়ক যেমন দেখবেন  তেমনি জেলা সভাপতিকেও দেখতে হবে। আমার পর আমার সমাধানে আমরা ওরা করবেন না। যে কাজগুলো অতি দ্রুত করা উচিত সেগুলো আগে করুন। সামনে উৎসবের সময় । মাথায় রাখবেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News