Saturday, September 6, 2025
HomeScrollঠোঁটের পর এবার কপাল! ফের চর্চায় উরফি

ঠোঁটের পর এবার কপাল! ফের চর্চায় উরফি

কী হল উরফি জাভেদের?

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তাঁর ও অবাধ বিচরণ। তাঁর অদ্ভুত পোশাক আর মেকাপ নিয়ে সর্বদাই চর্চায় থাকেন তিনি। নেটপাড়ায় রীতিমত ভাইরাল থাকে তাঁর সাজপোশাক। তিনি আর কেউ নন, তিনি উরফি জাভেদ। কিছুদিন আগেই ঠোঁটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে চর্চায় এসেছিলেন। এবার ফের চর্চায় উঠলেন উর্ফি।

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় উরফির ছবি ভিডিও দেখে রীতিমত চোখ কপালে উঠেছিল সকলের। দেখা গিয়েছিল, মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। যার কারণে, ঠোঁট মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছিল তাঁর। অনেকে ভেবেছিলেন, তিনি হয়ত ফিলারস করাচ্ছেন, কিন্তু আদতে তা নয়। এইসব জল্পনার মাঝে এবার ফের তাঁকে নিয়ে শুরু নতুন চর্চা।

আরও পড়ুন: ‘আরও কাছাকাছি’ সৌম্য-দেবলীনা

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন উরফি। সেখানে তাঁর চোখ নজরে এল সকলের। মাথা ফুলে ঢোল। আর তাঁর এই ছবি দেখে রীতিমত চিন্তায় উরফির ভক্তরা। ছবি পোস্ট করে উরফি লেখেন, কান্না কি ক্যালোরি কমায়? তাঁর এমন অবস্থা দেখে অনেকেই মনে করছেন উরফি হয়ত কোনও খারাপ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন বা কোনো খারাপ বিষয় হয়ত তাঁর সঙ্গে হয়েছে। সেই কারণেই মন খারাপ করা ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে । নেটিজেনদের একাধিক কমেন্টে যদিও মুখ খোলেননি উরফি।

দেখুন খবর:

Read More

Latest News