Tuesday, January 27, 2026
HomeScroll'চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা' ঘোষণা অখিলেশের
Akhilesh-Mamata

‘চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা’ ঘোষণা অখিলেশের

দিদির কাছে ইডি হেরেছে, এ বার হারবে বিজেপি, মন্তব্য সপা নেতার

কলকাতা: এসআইআরের আবহে মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে সারলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। SIR বিতর্কের মধ্যেই দিল্লি সফরের আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অখিলেশ যাদবের বৈঠক, জাতীয় স্তরে বিরোধী ঐক্যে আরও জোর দেওয়ার ইঙ্গিত। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করেন অখিলেশ। অখিলেশ যাদব সাংবাদিকদের সামনে বলেন,‘যোগ্য ভোটারদের নাম কাটার উদ্দেশ্যেই এখানে SIR। দিদির কাছে ইডি হেরেছে, এ বার হারবে বিজেপি। ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন দিদি।’

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News