ওয়েবডেস্ক- আজও থানায় হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), শনিবারের পর রবিবারেও হাজিরা এড়ালেন তিনি ! কারণ সেই শারীরিক অসুস্থতা (Illness)। ব্যক্তিগত কিছু কারণ ও সেইসঙ্গে শরীর খারাপকে ঢাল করে পর, পর হাজিরা এড়িয়ে যাচ্ছেন কেষ্ট।
আজ কেষ্টর হাজিরা ঘিরে গোটা শান্তিনিকেতন চত্বর ও বোলপুর এসডিপিও অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসডিপিও বোলপুর আইপিএস রিকি আগরওয়াল (SDPO Bolpur IPS Ricky Agarwal) দফতরে রয়েছেন।
বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে অনুব্রত’ বিরুদ্ধে। যে ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই, নেটিজেনরা ধিক্কার জানিয়েছে। সরব বিরোধীরাও। এই অবস্থায় ফের হাজিরা এড়ালেন বীরভূমের কেষ্ট।
তবে এদিন তৃণমূল নেতার পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে আসেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠভাজন, রাজ্য শিক্ষাবন্ধু সেলের সভাপতি দেবব্রত সরকার ওরফে গগন সরকার। সঙ্গে ছিলেন আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। সাংবাদিকদের দেবব্রতবাবু জানান, অনুব্রত মণ্ডল বাড়িতে আছেন। বিশ্রাম নিচ্ছেন, অসুস্থ আছেন।
আইসিকে কদর্যভাষায় গালিগালাজের বিষয়টি উড়িয়ে দিয়ে তার দাবি কোনও ফোন কল করা হয়নি। সমস্তটাই এআই-প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে। এটা পুরোটাই ষড়যন্ত্র। একইসঙ্গে দেবব্রতবাবু আরও জানান, দল যা নির্দেশ দেবে সেই মতো অনুব্রত মণ্ডল সেই মতো কাজ করবে। অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী ও দলের অনুগত সৈনিক। দল যা তদন্ত করার করবে। দল যা বলেছে উনি সেটাই করেছেন, দল যা নির্দেশ দেবে উনি সেই অনুযায়ী চলছে।
আরও পড়ুন- অনুব্রতর সঙ্গে মঞ্চ ভাগ নিয়ে ‘কুৎসা’! জবাবে কী বললেন সৌরভ?
জানা গেছে, তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসির মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ, বোলপুর থানার আইসি লিটন হালদারকে (Bolpur Police Station IC Liton Halder) ফোন করে চূড়ান্ত কদর্য ভাষায় গালিগালাজ করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে ৭২, ১৩২, ২২৪ ও ৩৫১ বিএনএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দুটি ধারাই জামিন অযোগ্য।
বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানা, অনুব্রত কাণ্ডে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন। ঘটনার পরেই বোলপুরে দলীয় কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে ২৪ ঘন্টার হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পর পর দুবারই হাজিরা এড়ালেন বীরভুমের কেষ্ট।
দেখুনা আরও খবর-