ওয়েবডেস্ক- মুম্বইয়ে (Mumbai) গভীর রাতে ভেঙে বহুতল ভেঙে (Building collapses) মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। মুম্বইয়ের বসন্ত বিহারের (Vasant Bihar)। জখম হয়েছে ৯ জন। কাছেই বহুতলটি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। উদ্ধারকাজ জারি আছে। ধবংসস্তূপের তলায় বহু মানুষের আটকের থাকার সম্ভাবনা। হতা-হতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত থেকেই উদ্ধার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত আরও আট থেকে ১০ জনের মতো ধবংসস্তূপের তলায় আটকের থাকার সম্ভাবনা।
উদ্ধারকাজে রয়েছে ভাসাই বিহার পুরসভা, দমকল দুটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের দুটি টিম কাজ করছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ভবনটি ভেঙে পড়ে। ভবনটি প্রায় ১০ বছরের পুরনো। পুরসভা আগেই সেটিকে ‘বিপদজনক বাড়ি’ হিসেবে ঘোষণা করেছিল।
আরও পড়ুন- রাতেই বৈষ্ণদেবী যাত্রাপথে ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩১
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, ভাসাই তালুকের নারাঙ্গি রোডে চামুন্ডা নগর এবং বিজয় নগরের মধ্যে অবস্থিত রমাবাই অ্যাপার্টমেন্ট। চারতলা ভবনের পিছনের অংশটি ভবনের নীচের চালে ধসে পড়েছে। ভবনটি চারতলা।
দেখুন আরও খবর-