Thursday, December 11, 2025
HomeScroll১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আতিউল ইসলামের সাইকো থ্রিলার 'দানব'
Danob Movie

১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আতিউল ইসলামের সাইকো থ্রিলার ‘দানব’

'দানব' হাত ধরে বহুদিন পর দর্শক ফিরে পাবে রুপম-সামিদের যুগলবন্দি

কলকাতা: ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দানব’ (Danob Movie)। সাইকো–কিলার থ্রিলারের সঙ্গে সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে ছবিতে। রুপম ইসলাম (Rupam Islam)–সামিদ মুখার্জির (Samidh Mukherjee) মেলবন্ধনে জমে উঠেছে ছবির গানও। আতিউল ইসলামের (Director Atiul Islam) নতুন থ্রিলার ছবি ‘দানব’ সাইকো–কিলার ভিত্তিক রুদ্ধশ্বাস গল্পের পাশাপাশি এই ছবির অন্যতম আকর্ষণ হল এর গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। পরিচালক জানিয়েছেন—দর্শক ছবিটি দেখলে সেই বার্তা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন।

পরিচালক আতিউল ইসলাম ছবির প্রসঙ্গে জানিয়েছেন, “এটি থ্রিলার হলেও আমরা এর ভেতরে একটি অত্যন্ত সুন্দর সামাজিক বার্তা রেখেছি। প্রতিটি ছবিতেই আমি মানবিক ও নৈতিক কিছু তুলে ধরার চেষ্টা করি—কিশলয়–এ যেমন ছিল শিশু মনস্তত্ত্ব, আর ফাতেমা–য় বার্তা ছিল ‘সবার উপরে মানুষ সত্য’। আমি মনে করি সিনেমা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারে। সিনেমার মাধ্যমে আমরা সমাজকে যদি কোন ভালো বার্তা দিতে পারি সেটি হবে আমার কাছে অনেক বড় গর্বের বিষয়।

আরও পড়ুন: খোলা পিঠে সোনামণির ট্যাটু ফ্লন্ট!

তিনি আরও বলেন, রুপম ইসলাম গেয়েছেন টাইটেল ট্র্যাকটির প্রধান অংশ, আর সংগীতায়োজন করেছেন সামিদ মুখার্জি। দীর্ঘ বহু বছর পর দুই বন্ধু আবার একসঙ্গে কাজ করলেন। সামিদ বলেন, “এই ছবির জন্য সাইকেডেলিক রকই প্রয়োজন ছিল। রুপম আমার ৩০ বছরের সঙ্গী—ও ছাড়া টাইটেল ট্র্যাক কল্পনাই করা যায় না। আমি, রুপম আর উর্ভি—এই তিনজনের মিলেই গানটি অসাধারণ হয়ে উঠেছে।”ছবিতে আরও একটি গান গেয়েছেন জনপ্রিয় বলিউড কণ্ঠশিল্পী জাবেদ আলী, সুর করেছেন দেবজ্যোতি কর।

এ ছবির মূল চরিত্র ‘উমা’র ভূমিকায় অভিনয় করেছেন রূপসা। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “দানব-এ কাজ করা আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। আতিউল ইসলাম অভিনেতাকে নিজের মতো করে চরিত্র অনুভব করতে দেন তাই ‘উমা’কে গভীরভাবে ধরতে পেরেছি। তার সংগ্রাম, স্বপ্ন আর স্বপ্নভঙ্গের যন্ত্রণা দর্শকের মনে ছাপ ফেলবেই।”পরিচালকের দাবি, গল্প, নির্মাণ, অভিনয় ও সংগীত—সব মিলিয়ে ‘দানব’ দর্শককে হতাশ করবে না।

অন্য খবর দেখুন

Read More

Latest News