Saturday, January 24, 2026
HomeScrollদ্বিতীয় ম্যাচে খেলবেন অক্ষর? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ
India vs Newzeland t20 Series 2026

দ্বিতীয় ম্যাচে খেলবেন অক্ষর? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন অক্ষর

ওয়েব ডেস্ক : চলছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ (India vs Newzeland t20 Series 2026)। নাগপুরে প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। ৪৮ রানে সেই ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। শুক্রবার হতে চলেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। রায়পুরে (Raipur) হতে চলেছে এই ম্যাচ। তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে ম্যাচ শুরুর আগে বড় প্রশ্ন উঠছে অক্ষর প্যাটেলকে নিয়ে।

কারণ প্রথম টি২০ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন অক্ষর (Axar Patel)। ফলে মাঝপথে মাঠ ছেড়েছিলেন তিনি। কিন্তু তিনি আজকের ম্যাচে দলে থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ নিয়ে বোর্ডের তরফে কোনও ধরণের বিবৃতি দেওয়া হয়নি। তবে অক্ষর যদি না খেলেন তাহলে দলে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

আরও খবর : IPL-এর আগেই খারাপ খবর CSK-তে! কী হল দেখুন?

আর ওপেনিংয়ে অবশ্যই থাকবেন অভিষেক শর্মা। গত ম্যাচে ৩৫ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে রানে ফিরতে চাইবেন তিনি। অন্যদিকে এদিন নজর থাকবে ইশান কিষাণের উপর। মিডল অর্ডারে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার পরে হার্দিক পান্ডিয়া ও শিবম দবের খেলার কথা। আর শেষ দিকে ফিনিশিং টাচ দেবেন রিঙ্কু সিং।

বোলিংয়ে ভারতের মূল ভরসা হলেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। স্পিন বিভাগের দায়িত্ব নেবেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে অক্ষর প্যাটেল না খেললে সেক্ষেত্রে সুযোগ পাবেন কুলদীপ যাদব। সেক্ষেত্রে শক্তিশালী হবে ভারতীয় একাদশ।

দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson – উইকেটকিপার), ঈশান কিষাণ (Ishan Kishan), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav – অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), কুলদীপ যাদব (Kuldeep Yadav), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)

দেখুন অন্য খবর :

Read More

Latest News