Friday, August 1, 2025
HomeScrollবিহারের ভাঙল NDA জোট? চিরাগ লড়বেন একা, NDA সরকারের পতন, সময়ের অপেক্ষা?
Chirag Paswan

বিহারের ভাঙল NDA জোট? চিরাগ লড়বেন একা, NDA সরকারের পতন, সময়ের অপেক্ষা?

নীতীশকে কোণঠাসা করতে বিজেপির বিজেপির গ্যামপ্ল্যান?

Follow Us :

ওয়েবডেস্ক- বিহার নির্বাচনে (Bihar Assemble Election) চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) ঘোষণ কী রাজনীতিতে জল্পনার অবসান ঘটাল? না কি চিরাগের ঘোষণা নতুন করে চাপ তৈরি করল? বিহার বিধানসভা নির্বাচনে নয়া মোড়।

বিহার বিধানসভার ২৪৩ আসনেই লড়াই করবেন চিরাগ পাসওয়ান। কর্মিসভায় জানিয়ে দিলেন লোক জনশক্তির পার্টির প্রধান। চিরাগের বক্তব্য, জনগণই আমার আসন নির্ধারন করবে।

আসন বন্টনে বিজেপি (Bjp) ও জেডিইউ-র (JDU) আসন কমবে। নীতীশকে কোণঠাসা করতে বিজেপির বিজেপির গ্যামপ্ল্যান?

লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান রবিবার ঘোষণা করেন যে, বিহার বিধানসভা নির্বাচনে, জনগণই তার জন্য সিদ্ধান্ত নেবে। চিরাগ বলেন, “সবাই জানতে চায় আমি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা। আমি ঘোষণা করছি যে আমি ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি নিজের জন্য নয়, বিহারের জনগণের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব।  আমি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। রবিবার আরাহে এক সমাবেশে চিরাগ পাসোয়ানের এই ঘোষণা তার শ্যালক এবং জামুইয়ের সাংসদ অরুণ কুমার ভারতীর সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে সাম্প্রতিক জল্পনা শুরু হয়েছিল তার অবসান ঘটাল।

আরও পড়ুন- দুই সাংবাদিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

চিরাগ স্পষ্ট করে বলেন, কোনও অসংরক্ষিত আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাকে তাঁর মুখ্যমন্ত্রীত্বের উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখা উচিত নয়। এটা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। আমার প্রতিদ্বন্দ্বিতা কেবল আমার দলের জন্য আরও ভালো জন্য, যা এনডিএকে সাহায্য করবে।

প্রসঙ্গত, চিরাগের এই বক্তব্য রাজনীতিতে নতুন করে একদিকে যেমন জল্পনার অবসান ঘটালো, অপর দিকে রাজনৈতিক চাপানউতোর শুরু হল।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাঁর দল বিধানসভা নির্বাচনে এনডিএ যাতে বিপুল ভোটে জয়লাভ করে তা নিশ্চিত করার জন্য তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন। চিরাগ বলেন, “আমার জোট কেবল বিহারের জনগণের সাথে আছে। এনডিএকে আরও শক্তিশালী করার জন্য আমি ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি বিহার এবং রাজ্যের জনগণের জন্য বাঁচব এবং মরব, এটাই আমার গর্ব।

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39