Friday, October 24, 2025
HomeScrollপার্কস্ট্রিটের হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের সন্দেহ পুলিশের
Park Street Incident

পার্কস্ট্রিটের হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের সন্দেহ পুলিশের

বক্স খাটের ভিতর থেকে উদ্ধার যুবকের দেহ

কলকাতা: ফের চাঞ্চল্য পার্কস্ট্রিটে (Park Street)। এলাকার একটি নামী হোটেলের রুমের বক্স খাটের ভিতর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে (Body Rescued)। শুক্রবার সকালে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা। মৃত যুবকের পরিচয় এখনও স্পষ্ট নয়। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, যাতে জানা যায় ওই যুবকের সঙ্গে কে বা কারা শেষবার দেখা করেছিলেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই যুবক হোটেলে ওঠেন। সকালে রুম থেকে কোনও সাড়া না পেয়ে হোটেল কর্মীরা দরজা খুলতেই বক্স খাটে লুকোনো অবস্থায় দেহটি দেখতে পান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের উদ্দেশ্য ও অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে ছটপুজো পালনে প্রস্তুত কলকাতা পুরসভা

এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

দেখুন আরও খবর: 

Read More

Latest News