ওয়েবডেস্ক- দিল্লি কাণ্ডের (Delhi Incident) জের! ভারত বাংলাদেশ (India Bangladesh Border) সীমান্তে জল (Water) ও স্থল (Land), বিএসএফের (BSF) কড়া নজরদারি। গতকালই সোমবার বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলো মডিউল হিসেবে কাজ করে ভারতকে নিশানা করছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল সীমান্তে বিএসএফের নজরদারি বাড়াচ্ছে
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার শোরুম নগর হাকিমপুর সীমান্ত থেকে হেমনগর শামসের নগর সন্দেশখালি জল সীমান্ত মোট ৯৪ কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে যার মধ্যে ৪৪ কিলোমিটার স্থলপথ জলপথ ৫০ কিলোমিটার ইতিমধ্যে সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
একদিকে জলপথে নাইট ভিশন ক্যামেরা পেট্রোলিন শুরু করেছে অন্যদিকে যেসব জায়গায় তাতাটা নেই সেই সব জায়গাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর অপরিচিত লোক দেখলেই তাদের উপযুক্ত নথিপত্র দেখছে পাশাপাশি সীমান্ত যেসব গ্রাম আছে সেগুলোর উপরে বাড়তি নজর দাঁড়ি শুরু করেছে বিএসএফ।
আরও পড়ুন- দিল্লিতে বিস্ফোরণ কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যে ঘটনা হাকিমপুর সীমান্ত ঘোড়াডাঙ্গা সীমান্ত স্যামসাং নগর সহ একাধিক যেসব সীমান্ত রয়েছে সেগুলোকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ধরে নিরাপত্তা কঠোর করা হয়েছে বাংলাদেশের থেকে যেসব পণ্যবাহী ট্রাক আসছে সেইগুলোকেও তল্লাশি চালাচ্ছে বিএসএফ।
রাতের অন্ধকারে যেমন গাড়ি চেকিং ঘোজাডাঙ্গা ব্রিজ মেরুদন্ডী ব্রিজ ইছামতি ব্রিজ কাটাখালি বনবিবি সেতু হাড়োয়া ব্রিজ একাধিক যেসব ব্রিজ আছে সেগুলোকে বাড়তি সতর্ক জারি করে একদিকে পুলিশ জেলা পুলিশ ইতিমধ্যে চেকিং শুরু করে দিয়েছে অন্যদিকে বিএসএফ বাড়তি নজরদারি চালাচ্ছে।
দেখুন আরও খবর-







