Friday, October 31, 2025
HomeScrollসীমান্তে ‘সিএএ ক্যাম্প’ চালু, আতঙ্ক ছড়াল বসিরহাটে
Basirhut

সীমান্তে ‘সিএএ ক্যাম্প’ চালু, আতঙ্ক ছড়াল বসিরহাটে

অভিযোগ, তিনি নিজেও নাগরিকত্ব সংক্রান্ত নথি পূরণ করছেন

বসিরহাট: ভারত-বাংলাদেশ সীমান্ত (India Pakistan Border) ঘেঁষা উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhut) মহকুমার হরিহরপুর সীমান্তে বিজেপির (BJP) তরফে একটি ‘সিএএ ক্যাম্প’ (CAA Camp) চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিজেপির বসিরহাট দক্ষিণ মণ্ডল–৫-এর সম্পাদক তপন সরকার এই ক্যাম্পের দায়িত্বে আছেন। অভিযোগ, তিনি নিজেও নাগরিকত্ব সংক্রান্ত নথি পূরণ করছেন।

এই ক্যাম্পে মূলত তাঁদেরই ভিড় দেখা যাচ্ছে, যাঁদের নাম ২০০২ বা ২০০৩ সালের ভোটার তালিকায় নেই। স্থানীয়দের দাবি, এদের অনেকেই বাংলাদেশ থেকে এদেশে এসে বসতি গড়েছেন। বিজেপি নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রের নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ-র সুবিধা পেতে আবেদনকারীদের সাহায্য করতেই এই উদ্যোগ।

আরও পড়ুন: পাহাড়ে দুর্যোগ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেকিং, রিভার র‍্যাফটিং; স্থগিত সান্দাকফু পারমিট

বিজেপি মণ্ডল সভাপতি পাহাড়ে দুর্যোগ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেকিং, রিভার র‍্যাফটিং; স্থগিত সান্দাকফু পারমিটবাই পাল জানান, “এই ক্যাম্পে এখন পর্যন্ত প্রায় ৩০ জন আবেদন করেছেন। সীমান্তবর্তী এলাকায় তিন মাস ধরে এই ক্যাম্প চলবে।”

আবেদনকারীদের মধ্যে আতঙ্কও কম নয়। এক আবেদনকারী চন্দনা পাল বলেন, “আমরা চাই ভারতীয় নাগরিকত্ব। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় ভয় কাজ করছে। অনেকের রাতের ঘুম উড়ে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, জেলা প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News