ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ, সৌন্দর্য, প্রেম, বিলাসিতা ও সম্পদের কারক হিসেবে ধরা হয়। শুক্র শক্তিশালী অবস্থানে থাকলে জীবনে সমৃদ্ধি ও উন্নতির পথ খুলে যায় বলে মনে করা হয়। চলতি বছরের ২০ ডিসেম্বর ২০২৫ শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে। এই দিন শুক্র বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, এই গোচর পাঁচটি রাশির জন্য বিশেষভাবে শুভ, যাদের জীবনে আর্থিক লাভ, কেরিয়ার উন্নতি ও সৌভাগ্যের যোগ তৈরি হবে। শুক্র শুভ হলে দেবী লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় বলে বিশ্বাস।
মেষ রাশি
শুক্রের গোচর মেষ রাশির ভাগ্যকে আরও শক্তিশালী করবে। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। নতুন চাকরির সুযোগ আসবে এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং ভ্রমণের যোগ রয়েছে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি পাবে।
আরও পড়ুন : মীন রাশির জনপ্রিয়তা বাড়বে, ধনুর কাজে অনীহা!
সিংহ রাশি
এই সময় সিংহ রাশির জাতক-জাতিকাদের আকর্ষণ ও জনপ্রিয়তা বাড়বে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে। সৃজনশীল, মিডিয়া ও গ্ল্যামার জগতের সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আসতে পারে। প্রেম জীবনের পুরনো ভুল বোঝাবুঝি কাটবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর কৃপায় প্রচেষ্টায় সাফল্য আসবে।
তুলা রাশি
শুক্র তুলা রাশির অধিপতি হওয়ায় এই গোচর অত্যন্ত শুভ। অর্থলাভের পাশাপাশি মানসিক শান্তি বজায় থাকবে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং ভাইবোনদের সহায়তা মিলবে। সম্পর্ক আরও দৃঢ় হবে। পড়ুয়াদের জন্য সময়টি অনুকূল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে পারে।
ধনু রাশি
নিজ রাশিতে শুক্রের প্রবেশ ধনু রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আনবে। কেরিয়ার, প্রেম ও অর্থ—তিন ক্ষেত্রেই নতুন সূচনার ইঙ্গিত রয়েছে। বিবাহ সংক্রান্ত বিষয় এগোতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আর্থিক লাভ উল্লেখযোগ্য হবে।
মীন রাশি
মীন রাশির জন্য শুক্রের এই গোচর কেরিয়ারে উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং নতুন সুযোগ আসতে পারে। প্রেম জীবনে স্থিতিশীলতা থাকবে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং পুরনো পরিশ্রমের ফল মিলবে।
সব মিলিয়ে, ২০ ডিসেম্বরের পর শুক্রের রাশি পরিবর্তনে এই পাঁচ রাশির জীবনে আর্থিক লাভ, সম্পর্কের উন্নতি ও সৌভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মত জ্যোতিষ মহলের।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







