Friday, August 29, 2025
HomeScrollআবহাওয়ার ভোল বদল, চরম দুশ্চিন্তায় আলুচাষিরা

আবহাওয়ার ভোল বদল, চরম দুশ্চিন্তায় আলুচাষিরা

মধুসূদন ভট্টাচাৰ্য, ঘাটাল: আলু চাষ (Potato Cultivation) করে রাতের ঘুম উড়েছে কৃষকদের (Farmer)। চাষের মাঝ পথেই হঠাৎ করেই আবহাওয়ার (Weather) ভোল বদল, চরম দুশ্চিন্তায় কৃষকেরা (Farmer)।

হটাৎ করে উধাও শীত (Winter) , সকাল থেকেই ঘন কুয়াশায় (Dense fog) ঢেকে রয়েছে আকাশ, দেখা নেই সূর্যের। আর এই আবহাওয়া আলু চাষের ক্ষেত্রে একেবারেই উপযোগী নয়, ইতিমধ্যে আলু গাছে দেখা দিচ্ছে নানান ধরনের রোগের।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগেই গায়েব হচ্ছে শীত?

পচে যাচ্ছে গাছ, কুঁকড়ে যাচ্ছে গাছের পাতা, এছাড়াও আলু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তাই গাছকে বাঁচিয়ে রাখতে কৃষকরা নামিদামি কোম্পানির ওষুধ দিয়ে আপ্রাণ চেষ্টা করছে আলু গাছকে সঠিক রাখার জন্য।

কিন্তু এই আবহাওয়াতে আলু গাছকে কোনমতেই বাঁচিয়ে রাখা যাবে না মনে করছেন কৃষকেরা, এর ফলে কমবে ফলন, বাড়ছে খরচ।

ইতিমধ্যে বিঘে পিছু ৩০ থেকে ৩২ হাজার টাকা চলতি বৎসরে আলু চাষে খরচ হয়েছে বলে কৃষকদের দাবি। এত টাকা খরচ করে আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষে চরম ক্ষতি বলছেন কৃষকেরা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News