Sunday, October 12, 2025
HomeScrollসাত সকালে হাওড়া-আমতা শাখায় রেল অবরোধ নিত্য যাত্রীদের
Indian Railways

সাত সকালে হাওড়া-আমতা শাখায় রেল অবরোধ নিত্য যাত্রীদের

অফিস টাইমে ভোগান্তি

হাওড়া: শনিবার সকাল থেকে হাওড়া-বড়গাছিয়া (Howrah-Baragachia) রুটে ট্রেন চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিদিন ট্রেন লেট হওয়ায় সাধারণ যাত্রীরা অফিস ও ব্যবসায়িক কাজে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ভোগান্তির শেষ না দেখে স্থানীয়রা রেল অবরোধ করে বিক্ষোভ করেন (Commuters block Howrah-Amta section)।

জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া-আমতা রুটে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন: ফের রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ

বিক্ষোভকারীদের দাবি, রেল কর্তৃপক্ষ রবিবার থেকে কোনও ট্রেন লেট চলবে না লিখিতভাবে নিশ্চয়তা দিক। যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, অফিসে দেরি হওয়া এবং ব্যবসায়িক ক্ষতির কারণে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News