নদীয়া: নদীয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) পথকুকুরদের খাবার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, কুকুরদের খাবার দিতে গিয়ে এক পশুপ্রেমী ভাই-বোনকে অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে (District News)।
অভিযোগকারীরা সান্তনু বিশ্বাস ও সায়ন্তিকা বিশ্বাস। তাঁদের দাবি, তাঁরা রেলগেট সংলগ্ন একটি জায়গায় দীর্ঘদিন ধরে পথকুকুরদের খাওয়াচ্ছিলেন। হঠাৎই স্থানীয় কিছু বাসিন্দা বাধা দেন। এমনকি খাবার দিতে গেলে রেললাইনের মাঝে দিতে বলা হয়, যা প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এর প্রতিবাদ করাতেই তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: নেপাল স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, এমনটাই চাইছেন রানাঘাটের
অন্যদিকে অভিযুক্তদের পাল্টা বক্তব্য, তাঁরা কুকুরদের খাওয়ানো আটকাননি। তবে বাড়ির সামনে নোংরা জমা হওয়ায় অনুরোধ করেছিলেন অন্যত্র খাওয়ানোর।
এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, “কুকুরদের খাওয়ানো ভালো কাজ, তবে নির্দিষ্ট জায়গায় হওয়া উচিত। থানায় অভিযোগ দেওয়ার মতো বড় কিছু নয়। নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পশুপ্রেমী মহলের একাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
দেখুন আরও খবর: