Saturday, October 18, 2025
HomeScrollদীপাবলির আগেই ধোঁয়াশায় দিল্লি, AQI ২৬০ ছাড়িয়ে গেছে
Delhi Pollution

দীপাবলির আগেই ধোঁয়াশায় দিল্লি, AQI ২৬০ ছাড়িয়ে গেছে

শনিবার সকাল থেকেই দৃশ্যমানতা কম রাজধানীর বিভিন্ন অঞ্চলে

ওয়েবডেস্ক- ফের পুরনো চেহারায় ফিরছে দিল্লি (Delhi) । ধোঁয়ার চাদরে ধীরে ধীরে ঢাকছে রাজধানী। দীপাবলির আগেই ধোঁয়াশায় (Air Pollution) দিল্লি। ফের উদ্বেগ বাড়ছে দিল্লিবাসীর। রাজধানীতে বাতাসের গুণমান, বা একিআই মঙ্গলবারেই পৌঁছেছে ২৫৪-তে।

দীপাবলির (Diwali) আগেই খারাপ ক্যাটাগরিতে রয়েছে দূষণের মাত্রা। শীত শুরু হওয়ার আগে বাতাসের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হচ্ছে। উৎসবের মরশুমে গুরগাঁওয়ের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। গত সপ্তাহে বায়ু মানের সূচক (AQI) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার, এই মরশুমে প্রথমবারের মতো, AQI ২৬০ ছাড়িয়ে গেছে। সকাল এবং সন্ধ্যায় রাস্তাঘাটে দূষণের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এক সপ্তাহে AQI ১০১ থেকে ২৬০-এ বেড়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) অনুসারে, জাতীয় রাজধানী বিকাল ৪টায় বায়ু মানের সূচক (AQI) ২৫৪ রেকর্ড করেছে, যা এটিকে দৃঢ়ভাবে ‘খারাপ’ বিভাগে রেখেছে।

এনসিআর (NCR) শহরগুলির মধ্যে, গাজিয়াবাদে ‘খুব খারাপ’ একিউআই রেকর্ড করা হয়েছে ৩০৬, যা শুক্রবার দেশের মধ্যে সবচেয়ে খারাপ। নয়ডা (২৭৮) এবং গুরুগ্রাম (২৬৬) এও ‘নিরাপদ’ বায়ুর মান রেকর্ড করা হয়েছে, যেখানে ফরিদাবাদ (১০৫) ‘মাঝারি’ পরিসরে রয়ে গেছে। শুক্রবার গাজিয়াবাদে ভারতের সবচেয়ে দূষিত বায়ু ছিল, অন্যদিকে নয়ডা, গুরুগ্রাম এবং দিল্লি, দিল্লি-এনসিআর ক্লাস্টারের অংশ, বিভিন্ন অবস্থানে দেশের শীর্ষ ১০টি দূষিত শহরের মধ্যে স্থান পেয়েছে।

আরও পড়ুন-  দীপাবলির আগে চাঙ্গা ভারতের শেয়ার বাজার!

সিপিসিবি (CPCB) অনুসারে, ০-৫০ এর মধ্যে AQI ‘ভালো’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’ হিসাবে বিবেচিত হয়। দিল্লির ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে, পাঁচটি ‘খুব খারাপ’ বিভাগে বায়ুর মান রিপোর্ট করেছে। আনন্দ বিহারে সর্বোচ্চ AQI রেকর্ড করা হয়েছে ৩৮২, তারপরে ওয়াজিরপুর (৩৫১), জাহাঙ্গীরপুরী (৩৪২), বাওয়ানা (৩১৫) এবং সিরি ফোর্ট (৩০৯)।

১৪ অক্টোবর থেকে বাতাসের মান ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শনিবার সকাল থেকেই রাজধানী বিভিন্ন অঞ্চলের দৃশ্যমানতা কমেছে।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার আবেদনে সাড়া দিয়ে সবুজ বাজি ফাটানোর অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে ৮টা এবং সন্ধে ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। নিয়ম না মানলেই পদক্ষেপ।

দেখুন আরও খবর-

Read More

Latest News