Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScroll'রঘু ডাকাত'-এর প্রচারের মধ্যেই অন্য মুডে দেব
Dev-Raghu Dakat

‘রঘু ডাকাত’-এর প্রচারের মধ্যেই অন্য মুডে দেব

ছবির প্রচারে গানে মাতলেন নীলায়ন, সুর মেলালেন দেব-ইধিকা-ওম-সোহিনীরা

কলকাতা: রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবির গোটা টিম ভীষণ ব্যস্ত প্রচার নিয়ে। প্রচারের মধ্যেই অন্য রূপে দেব। ঘিস নদীতে নেমে শিখলেন মাছ ধরা। নদীর ধারে বসে ‘ঝিলমিল’ গানের তালে তালে সুর মেলালেন কলা কুশলীরা। প্রচারের মাঝে ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও ভিড় জমিয়েছেন এদিন দেবকে একঝলক দেখার জন্য। সবমিলিয়ে উত্তরে ‘রঘু ডাকাত’-এর হাইভোল্টেজ প্রচার সাড়লেন দেব (Dev)।

পুজোতে মুক্তি পাবে দেব-ইধিকার ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই এই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। রাজ্য সফরে টিম ‘রঘু ডাকাত’। মালদা, রায়গঞ্জ হয়ে ‘রঘু ডাকাত’ টিম নিয়ে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন দেব। টিম ‘রঘু ডাকাত’ পৌঁছে গিয়েছে শিলিগুড়িতে। আর এখানে সেবক কালীবাড়িতে পুজো দিলেন দেব-ইধিকা, সোহিনী সরকার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

উত্তরবঙ্গে প্রচারের মধ্যে ক্যামেরাবন্দি হল সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত। মালদা, রায়গঞ্জ হয়ে ‘রঘু ডাকাত’ টিম নিয়ে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন দেব। প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন তিনি। কিন্তু হঠাৎই ঘিস নদীর তীরে, অন্য রূপে ধরা দিলেন অভিনেতা সাংসদ দেব। আর সেখানেই ক্যামেরাবন্দি হল সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত।

আরও পড়ুন: থাইল্যান্ডে মিমির ‘চোখের নীলে’ আবির! ফাঁস হল বিকিনি রহস্য

জাল-ছিপ হাতে প্যান্ট গুটিয়ে নেমে পড়লেন ঘিস নদীতে। তবে একা দেব নন, জলে নামলেন সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি-ও। সোশ্যাল মিডিয়ায় দেব এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, ‘খোকা এল মাছ ধরতে ঘিস নদীর তীরে’। অনুরাগীরাও দেবের এই ছবি দেখে অবাক, আনন্দিত ও।

নদীর ধারে বসে ‘ঝিলমিল’ গানের তালে তালে সুর মেলালেন কলা কুশলীরা। নিলয়ন ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সাদা জামা পরে নদীর ধারে বসে রয়েছেন সুরকার। কপালে তিলক আঁকা। পাশেই বসে রয়েছেন ওম, রঘু ডাকাত লেখা জামা পরে প্রকৃতির মজা নিচ্ছেন তিনি। ওমের পাশে চেয়ার নিয়ে বসে রয়েছেন সোহিনী এবং দেব। নদীর পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আচমকা গান গাইতে শুরু করেন তাঁরা। ভিডিয়োয় দেখা যায় আরও বেশ কয়েকজন ক্রু মেম্বারদের।

 

View this post on Instagram

 

A post shared by Nilayan (@nilayanofficial)

 অন্য খবর দেখুন

Read More

Latest News