Sunday, November 2, 2025
HomeScrollসাড়ে চারশো বছরের ঐতিহ্য, আমতার ভাটোরা দীপাঞ্চলের মুখার্জি বাড়ির দুর্গাপুজো
Durga Puja 2025

সাড়ে চারশো বছরের ঐতিহ্য, আমতার ভাটোরা দীপাঞ্চলের মুখার্জি বাড়ির দুর্গাপুজো

কেমন চলছে মুখার্জি বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি?

উলুবেড়িয়া: আমতার (Aamta) ভাটোরা দীপাঞ্চলে সাড়ে চারশ বছরের পুরনো মুখার্জি বাড়ির দুর্গাপুজো (Durga Puja) আজও সমান ঐতিহ্যে পালিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পূজোকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ (District News)।

পরিবারের এক সদস্য জানান, “আমাদের বাড়ির প্রতিমা সাবেকি আনাই তৈরি হয়। পরিবারের অনেকেই কাজের সূত্রে বাইরে থাকলেও পূজোর সময় সবাই একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।”

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে গিয়ে আহত যাত্রী, ভর্তি রামপুরহাট মেডিকেল

এই বনেদি বাড়ির পুজোর বিশেষত্ব এখনও পর্যন্ত বলির প্রচলন বজায় থাকা। পুরনো নিয়মকানুন মেনেই পূজা হয় এখানে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্যও মুখার্জি বাড়ির পুজো এক অন্যতম আকর্ষণ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News