Saturday, December 6, 2025
HomeScrollকামরাঙা খেলে কিডনি বিকল হতে পারে!
Health

কামরাঙা খেলে কিডনি বিকল হতে পারে!

চিকিৎসকেরা কামরাঙা খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন!

ওয়েব ডেস্ক : কামরাঙা (Carambola), যা অনেকের প্রিয় একটি ফল, তা কিডনির জন্য বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে, কামরাঙার (carambola) মধ্যে থাকা নির্দিষ্ট উপাদানগুলি কিডনির (Kidney) কার্যক্ষমতাকে ব্যাহত করতে পারে। এটি বিশেষ করে তাদের জন্য ক্ষতিকর হতে পারে যারা আগেই কিডনি সমস্যায় ভুগছেন। তাই, চিকিৎসকেরা কামরাঙা খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন।

আরও খবর : মাছ না মুরগির মাংস! শরীর সুস্থ্য রাখার জন্য কোনটা সেরা?

চিকিৎসকদের মতে, কামরাঙায় উপস্থিত নিউরোটক্সিনগুলি শরীরে প্রবেশ করে কিডনির ফিল্টারিং ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এতে কিডনি অচল হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষজ্ঞরা এই ফলটি খাওয়ার আগে বিশেষ সতর্কতা অবলম্বন এবং চিকিৎসকদের (Doctors) পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সুতরাং, আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য কামরাঙা খাওয়ার আগে সচেতন হওয়া প্রয়োজন।

চিকিৎসকদের (Doctors) একাংশ মনে করেন যে শতকরা ৯০% কিডনি রোগীই জানেই না যে তাঁর কিডনির রোগ রয়েছে। কারণ, কিডনির রোড নিয়ে সচেতনতা খুবই কম। আর, কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করান না। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকদের একাংশ। সেই কারণে কামরাঙার (Carambola) মত ফল এড়িয়ে য়াওয়ার কথা বলছেন চিকিৎসরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News