Wednesday, January 14, 2026
HomeScrollএবার SIR শুনানিতে তলব নৌসেনা প্রাক্তন প্রধান অ্যাডমিরালকে
Former Navy Chief Admiral Arun Prakash

এবার SIR শুনানিতে তলব নৌসেনা প্রাক্তন প্রধান অ্যাডমিরালকে

নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ

ওয়েবডেস্ক- এবার এসআইআর শুনাতিতে (SIR Hearing) ডাক হল নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে (Former Navy Chief Admiral Arun Prakash) । নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। প্রাক্তন নৌসেনা প্রধানকেও প্রমাণ দিতে হবে? অ্যাডমিরালের ক্ষোভের উত্তর দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission) ।

কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মে পূর্ববর্তী সম্পর্কিত কলাম তিনি পূরণ করেনি।  এলাকার ইআরও মেডোরা এরমোমিল্লা ডি’কোস্টা জানিয়েছেন, এনুমারেশন ফর্মটি ভালো করে দেখা গেছে। তথ্য যেমন ভোটারের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নাম, বিধানসভা কেন্দ্রের নাম এবং নম্বর, অংশ নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর এই সমস্ত কিছুর উল্লেখ ছিল না। ফলে বিএলও অ্যাপ এনুমারেশন ফর্ম ও বিদ্যমান

ফলে বিএলও অ্যাপ এনুমারেশন ফর্ম এবং বর্তমান ভোটার তালিকার সঙ্গে সংযোগস্থাপন করতে পারেনি। শনাক্তকরণের জন্য যে তথ্যগুলি প্রয়োজন, সেইগুলি পাওয়া যায়নি।

আরও পড়ুন- অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, ভর্তি এইমসে

কমিশনকে নিশানায় এদিকে প্রাক্তন অ্যাডমিরাল ক্ষোভ প্রকাশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, এসআইআর ফর্ম থেকে যদি প্রয়োজনীয় তথ্য না পাওয়া যায়, তাহলে ফর্ম সংশোধন করতে হবে। বিএলও আমার বাড়িতে তিনবার এসেছিলেন, তিনি তখনই এই বাড়তি তথ্যগুলি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। আমাদের স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৮২ বছর ও ৭৮ বছর। বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হয়েছে আমাদের, তাও আলাদা দুই দিনে।‘

Read More

Latest News