ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে সুখবর ভারতীয় শিবিরে। সুস্থ হলেন তিলক বর্মা (Tilak Varma)। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স থেকে তাঁকে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) দেওয়া হয়েছে বলে খবর। ফলে তিলক ফিট হওয়ায় ভারতীয় শিবিরে শক্তি কিছুটা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মূলত, তল পেটে চোট পেয়েছিলেন তিলক (Tilak Varma)। এর পর তাঁর অস্ত্র প্রচারও হয়েছিল। এর পর তাঁকে পাঠানো হয়েছিল সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে তাঁকে খেলতে হয়েছিল সিমুলেশন ম্যাচ। একের পর এখ ম্যাচ খেলার পরেই তিলককে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। ফলে মনে করা হচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে খেলতে পারেন তিনি।
আরও খবর : আইসল্যান্ডের পর উগান্ডা! বিশ্বকাপ নিয়ে পাকিস্তানকে ‘ট্রোল’ দুই দেশের
তিলক চোট পাওয়ার পর বিসিসিআই (BCCI)-এর তরফে প্রথমে বলা হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচ তিনি খেলবেন। কিন্তু, ট্রেনিং শুরু করলেও বোর্ডের তরফে প্রথমে সবুজ সংকেত দেওয়া হয়নি। ফলে সিরিজের শেষ দুই ম্যাচে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড। ফলে তিলকের জায়গায় দলে সুযোগ পান শ্রেয়স আইয়ার।
অন্যদিকে চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলার সময় পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। তার পর থেকে মাঠের বাইরে তিনি। তবে এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি তিনি। তবে বিশ্বকাপ শুরু আগে তিনি দলে ফিরবেন বলেই মনে করা হচ্ছে।
দেখুন অন্য খবর :







