Saturday, October 25, 2025
HomeScrollহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা!
America

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা!

ফের বন্ধুকবাজের তাণ্ডব আমেরিকায়! জারি সতর্কতা

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) ফের বন্দুকবাজের হামলা (Attack)। এবার আততায়ীরা হামলা চালাল হাভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) একাধিক ক্যাম্পাসে। শুক্রবার সন্ধ্যা নামার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সেই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। তবে এই হামলায় কেউ হতাহত হননি বলে খবর। এই ঘটনার পরেই ক্যাম্পাস জুড়ে জারি করা হয়ছে চূড়ান্ত সতর্কতা।

ঘটনার পরেই শিক্ষক ও পড়ুয়ারা সকলেই বন্দি হয়ে পড়েন ক্যাম্পাসের ভিতরেই। অবশ্য পরে সমাজমাধ্যমে পোস্ট করে কেমব্রিজ পুলিশ (Police) জানিয়েছে, ক্যাম্পাসের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় এখনও অধরা আততায়ী। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও খবর : শুকিয়ে যাবে পাকিস্তান? ভারতের পর জল দেবে না আফগানিস্তানও

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে ম্যাসাচুসেটসে কেমব্রিজ ক্যাম্পাসের সামনে এক সাইকেল আরোহীকে গুলি চালাতে দেখা গিয়েছিল। বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ কোয়াডের দিকে এগিয়ে যায়। খবর পেয়েই সেখানে আসে পুলিশ। তার পরে বিশ্ববিদ্যালয় থেকে কাউকে বাইরে বেরতো নিষেধ করা হয়। ক্যাম্পাসের ভিতরে যাতে সবাই সুরক্ষিত থাকেন তার জন্য ক্যাম্পাসের ভিতরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছিল।

এই ঘটনা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল হার্ভার্ডের (Harvard University) সামনে। ঘটনার পরেই অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়, আততায়ী অজ্ঞাতপরিচয়। কিন্ত তার দ্বারা সুরক্ষা বিঘ্নিত হবে না। তার পরেই সকলে ক্যাম্পাস থেকে বেরন। তবে কী কারণে এমন হামলা চালাল ওই আততায়ী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরেই হাভার্ডের প্রতিটি ক্যাম্পাসের সুরক্ষা বাড়ানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News