বর্ধমান: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে (Fourth Estate) স্তব্ধ করার চেষ্টা? এমনই প্রশ্ন উঠছে বর্ধমানে (Bardwan) সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনাকে ঘিরে। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী ওই সাংবাদিকের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, ভোর হতেই সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করে স্থানীয় দুষ্কৃতীরা। আঙুল উঠছে এলাকার প্রভাবশালী তৃণমূল ঘনিষ্ঠ নেতা শেখ রাজেশ ও ফতেমা বিবির দিকে (District News)।
শনিবার সকালে ঘটনার খবর পেয়ে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের দাবি, ছবি ও ভিডিও তুলতে গিয়ে দুষ্কৃতীরা তাঁদের বাধা দেয়, এমনকি বেশ কয়েকজনের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাংবাদিক মহল। তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
আরও পড়ুন: এসএসসি এবং বাঙালি অস্মিতা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ সুকান্তের
ঘটনার পর খাগড়া গড় খালের পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া আসেনি।
এই ঘটনায় রাজনৈতিক মহলেও সাড়া পড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে হামলার ভিডিও শেয়ার করে তীব্র নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, “রাজ্যে সাংবাদিকরা নিরাপদ নন, মুখ খুললেই হামলার মুখে পড়তে হচ্ছে।” সাংবাদিক মহল প্রশ্ন তুলেছে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধের এই চেষ্টা কি গণতন্ত্রের জন্য অশনি সংকেত নয়?
দেখুন আরও খবর: