নদিয়া: নদিয়ার (Nadia) ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী (India-Pakistan Border) মলুয়াপাড়া পূর্বপাড়ায় কাঁটাতারের বেড়া নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ভারতের নাগরিক হয়েও বছরের পর বছর বন্দিদশায় জীবন কাটাতে হচ্ছে (Local news)। স্কুলে যাওয়া–আসা, অসুস্থ রোগীকে নিয়ে বাইরে যাওয়া, সবক্ষেত্রেই বিএসএফ গেটের মুখে বারবার নিপীড়নের শিকার হতে হচ্ছে বলে দাবি বাসিন্দাদের (District News)।
রবিবার গ্রামবাসীদের উদ্যোগে মানবাধিকার সংগঠনগুলির সহযোগিতায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানেই তাঁরা জানান, সরকারি নিয়ম মেনে সীমান্ত থেকে অন্তত ১৫০ মিটার দূরে কাঁটাতারের বেড়া দেওয়া হোক। অন্য দুটি গ্রামে যেভাবে বেড়া বসানো হয়েছে, মলুয়াপাড়াতেও একইভাবে তা হলে আপত্তি নেই। প্রয়োজনে গ্রামবাসীরাই শ্রম দিয়ে বেড়া দেওয়ার কাজে সাহায্য করবেন বলেও আশ্বাস দেন।
আরও পড়ুন: খুনি ছেলেকে পালাতে মদত! পুলিশের জালে দেশরাজের বাবা
এর আগে গ্রামবাসীদের রিট পিটিশনের জেরে হাইকোর্টের নির্দেশে কাঁটাতার বসানোর কাজ বন্ধ হয়েছিল। তবে ২০২৫ সালে নতুন মাপজোখে আবারও কাজ শুরু হতে চলেছে। গ্রামবাসীদের দাবি, নিয়ম মেনে বেড়া দিলে গ্রাম সম্পূর্ণরূপে ভারত ভূখণ্ডের মধ্যে থাকবে। কিন্তু তাঁদের বাইরে রেখে দেওয়া হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।
সভা শেষে গ্রামবাসীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের সঙ্গেও দেখা করা হয়। তবে তিনি এ বিষয়ে মুখ খোলেননি। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং আলোচনায় বসার আবেদন ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
দেখুন আরও খবর: