Monday, January 19, 2026
HomeScrollজাতীয় ডাক দিবসে অভিনব উদ্যোগ শান্তিপুরে, খুদেদের চিঠি লেখার পাঠ
Nadia

জাতীয় ডাক দিবসে অভিনব উদ্যোগ শান্তিপুরে, খুদেদের চিঠি লেখার পাঠ

জাতীয় ডাক দিবসে শান্তিপুরে খুদেদের চিঠি লেখার পাঠ

নদীয়া: ৯ অক্টোবর, জাতীয় ডাক দিবস (National Post Day)। দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব। একসময় চিঠিই ছিল মনের কথা পৌঁছে দেওয়ার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই চিঠির জায়গা দখল করেছে ইমেইল ও মেসেজিং অ্যাপ। ফলে ডাক বিভাগের ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে (District News)। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই মঙ্গলবার শান্তিপুরের (Shantipur) একাধিক বেসরকারি বিদ্যালয়ের উদ্যোগে পালিত হলো চিঠি লেখার পাঠ ও ডাক বিভাগের কাজ শেখার বিশেষ কর্মশালা।

আরও পড়ুন: অতিভারী বৃষ্টি ও গঙ্গার ভাঙন জোড়া চাপে দিশেহারা সান্যালচরের বাসিন্দারা

জানা গিয়েছে, সকালের পর থেকেই ভিড় জমে শান্তিপুর পোস্ট অফিসে। শান্তিপুর কিডজি, শান্তিপুর পাবলিক স্কুল ও শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের জুনিয়র শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে হাজির হন পোস্ট অফিসে। পোস্টমাস্টারসহ কর্মীরা শিশুদের স্বাগত জানান। শেখানো হয় কীভাবে চিঠি লেখা হয়, খামে ঠিকানা লেখার নিয়ম, ডাকটিকিট লাগানো এবং পোস্টবক্সে ফেলার প্রক্রিয়া।
প্রথমবারের মতো খুদেরা হাতে কলমে শিখে ফেলল চিঠি পাঠানোর ঐতিহ্য।

এক শিক্ষিকা জানান, “ডিজিটাল যুগে বাচ্চাদের মধ্যে ঐতিহ্যের বোধ জাগিয়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।” পোস্ট অফিসের কর্মীরাও জানান, “আজ খুদেদের মুখে যে হাসি দেখেছি, তাতে মনে হচ্ছে ডাক বিভাগের প্রতি আগ্রহ আবার ফিরবে।” কিন্তু শান্তিপুরের এই বিশেষ উদ্যোগ দেখিয়ে দিল, ঐতিহ্যকে যদি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া যায়, তবে তার জীবনস্রোত কখনও থেমে যায় না।

দেখুন আরও খবর:

Read More

Latest News