Monday, January 19, 2026
HomeScrollরাজ্যের নতুন লোকায়ুক্ত হলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত
Calcutta High Court

রাজ্যের নতুন লোকায়ুক্ত হলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়

কলকাতা: রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসাবে নিয়োগ পেলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)  অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তিনি পূর্বতন লোকায়ুক্ত অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচক মণ্ডলীর অপর সদস্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে যোগ দেননি।

আরও পড়ুন: গ্রুপ সি ও ডি পদে আবেদনের সময়সীমা বাড়াল SSC!

বর্তমানে বিচারপতি সামন্ত রাজ্যের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (রেরা) ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে রয়েছেন।

এছাড়াও রাজ্যের মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং মধুমতি মিত্র।

দেখুন আরও খবর: 

Read More

Latest News