Saturday, August 30, 2025
HomeScrollমা-র মোশন পোস্টার প্রকাশ্যে

মা-র মোশন পোস্টার প্রকাশ্যে

ওয়েব ডেস্ক: রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি ‘মা’ (Maa Motion Postert)। সোমবার সেই পৌরাণিক কাহিনি সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এল। যা দেখে দর্শক থেকে অনুরাগীরা কাজলের (Kajol) আসন্ন ছবি নিয়ে উৎসুক। জানা গেল ছবি মুক্তির দিনক্ষণও। “মা” ছবিতে কাজলের মূল চরিত্রে অভিনয় করেছেন। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে। মোশন পোস্টারে একটি বিস্ফোরক সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে, যা অন্ধকারের শক্তি এবং দেবীর ঐশ্বরিক শক্তির মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: তামান্নার উষ্ণ ছবিতে ঘাম ঝরছে নেটপাড়ার

২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে এসে নতুন সিনেমার শুটিং করেছিলেন কাজল। পরিচালনায় বিশাল ফুরিয়া। ছবি গল্পের পরতে পরতে ভিড় করেছে রহস্য।  সোমবার সেই সিনেমা মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে কাজলকে দেখা যাবে মায়ের ভূমিকায়। সর্বশক্তি দিয়ে যে কিনা নিজের মেয়েকে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে। অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে দেখা যাবে কাজলকে। পোস্টারে দেখা গেল “একদিকে নরক , আর এক দিকে দেবী। মাঝে মেয়েকে আগলে কাজল। ‘মা’-এর মোশন পোস্টার শেয়ার করে কাজল জানালেন, ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

অন্য খবর দেখুন

Read More

Latest News