Monday, October 13, 2025
HomeScrollহাসপাতালে নিরাপত্তারক্ষীদের বকেয়া বেতন স্থানীকরণের দাবিতে ডেপুটেশন জমা কৃষ্ণনগর এপিয়াডিয়ার কর্মীদের
Nadia

হাসপাতালে নিরাপত্তারক্ষীদের বকেয়া বেতন স্থানীকরণের দাবিতে ডেপুটেশন জমা কৃষ্ণনগর এপিয়াডিয়ার কর্মীদের

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সিএমওএইচ দফতরে ডেপুটেশন, পথে এপিডিয়ার কর্মীরা

নদীয়া: নদীয়ার (Nadia) কৃষ্ণনগরে (Krishnagar) হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বকেয়া বেতন ও পুজোর বোনাস, এবং এজেন্সিগুলিকে নিরপেক্ষভাবে স্থায়ীকরণের দাবিতে এদিন গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করল এপিডিয়ার সংগঠনের কর্মী ও সমর্থকেরা (District news)।

এই ডেপুটেশন জমা দেওয়া হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-এর দফতরে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও উৎসব বোনাস না পাওয়ায় নিরাপত্তা রক্ষীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের বৈঠকের পর রানাঘাটের সাংসদকে কটাক্ষ শান্তিপুরের বিধায়কের, তারপর কী হল?

সংগঠনের সম্পাদক মৌতুলি দাস সরকার জানান, “আমাদের প্রধান দাবি সকল নিরাপত্তা রক্ষীর বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধ করতে হবে এবং এজেন্সিগুলিকে নিরপেক্ষভাবে স্থায়ীকরণের প্রক্রিয়া চালু করতে হবে।”

তিনি আরও জানান, সিএমওএইচ দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আগামী সোমবার ফের আলোচনার জন্য সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে। সংগঠনের পক্ষের আশা, জেলা স্বাস্থ্য আধিকারিক দ্রুত সমস্যার সমাধান করবেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News