Friday, September 26, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollকলকাতা হাইকোর্টে নেতৃত্বে রদবদল, সৌমেন সেন যাচ্ছেন মেঘালয় হাইকোর্টে
Calcutta High Court

কলকাতা হাইকোর্টে নেতৃত্বে রদবদল, সৌমেন সেন যাচ্ছেন মেঘালয় হাইকোর্টে

শীঘ্রই তিনি নতুন দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সৌমেন সেন

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অস্থায়ী প্রধান বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের (Meghalaya High Court) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সংকেত দিল কেন্দ্র সরকার। শীঘ্রই তিনি নতুন দায়িত্ব নিতে চলেছেন। ফলে কলকাতা হাইকোর্টে নেতৃত্বে এল পরিবর্তন।

বিচারপতি সৌমেন সেন বহু বছর ধরে কলকাতা হাইকোর্টে দায়িত্ব সামলেছেন। অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি। এবার তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে মেঘালয়ে। আইনজগতের মহলে মনে করা হচ্ছে, এই বদল দুই হাইকোর্টের কাজকর্মে নতুন দিশা দেবে।

আরও পড়ুন: শাহ’র নির্দেশেই ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি! আক্রমণ অভিষেকের

অন্যদিকে, সৌমেন সেনের জায়গায় কলকাতা হাইকোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি সুজয় পালকে অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। কলকাতা হাইকোর্টে ন্যায়বিচারের ধারা অব্যাহত রাখাই তাঁর প্রধান লক্ষ্য।

আইন বিশেষজ্ঞদের মতে, বিচারপতি সুজয় পাল দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বিচারক। তাঁর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট কার্যকরভাবে কাজ চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনে হাইকোর্টের বিচারিক কার্যধারা আরও গতি পাবে বলে মনে করছেন আইনজীবী মহল। ফলে দুর্গাপুজোর মুখে কলকাতার ন্যায়ালয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল।

দেখুন আরও খবর: 

Read More

Latest News