Thursday, January 29, 2026
HomeScrollশেয়ার বাজারে দেড় লক্ষ কোটি বিনিয়োগের পর ক্ষতি!
Share Market

শেয়ার বাজারে দেড় লক্ষ কোটি বিনিয়োগের পর ক্ষতি!

বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে

ওয়েব ডেস্ক: ভারতীয় শেয়ার বাজারে (Share Market) টানা চারদিনের পতন অব্যাহত, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বুধবারের লেনদেনে সেনসেক্স ৮৫,১০৭ পয়েন্ট এবং নিফটি ৫০ ২৫,৯৮৬ পয়েন্টে থেমেছে, যথাক্রমে ৩১ এবং ৪৬ পয়েন্ট পতন হয়েছে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকেও যথাক্রমে ০.৯৫% ও ০.৪৩% কমেছে। এর ফলে বিএসই-তালিকাভুক্ত শেয়ারগুলির বাজারমূল্য ২.৭৬ লক্ষ কোটি টাকা কমেছে। বিশেষজ্ঞদের মতে রুপির পতন এবং বৈদেশিক বিনিয়োগকারীদের বিক্রয় বৃদ্ধিই এই পতনের প্রধান কারণ।

আরও পড়ুন: হিমালয়ের আকাশে তিন সূর্য!

বিনিয়োগকারীদের জন্য বর্তমানে পরিস্থিতি বেশ জটিল। কিছু শেয়ারে ক্ষতির হার ১০% ছাড়িয়েছে, যেমন ইন্ডোইন্ড এনার্জি RE এবং আদানি এন্টারপ্রাইজেস RE। তবে, কিছু আইটি ও ব্যাংক শেয়ার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেখা গেছে, বিশেষত উইপ্রো, টিসিএস ও আইসিআইসিআই ব্যাংক। বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে সতর্ক থাকার এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করার।

দেখুন আরও খবর:

Read More

Latest News