নরেন্দ্রপুর: মহামায়াতলা ইস্ট মিলনী ক্লাব এ বছর পদার্পণ করলো তাদের দুর্গোৎসবের ৭০তম বর্ষে। সাত দশকের দীর্ঘ এই যাত্রাপথে তারা বরাবরের মতোই বেছে নিয়েছে এক ভিন্ন চিন্তা, এক অনন্য বার্তা। এবারের থিমের নাম ‘উড়বো মোরা প্রাণ খুলে’, যেখানে ফুটে উঠেছে আমাদের হারিয়ে যাওয়া শৈশবের কাহিনি।
বর্তমান প্রজন্মের শিশুদের শৈশব আজ বন্দি হয়ে পড়ছে মোবাইলের পর্দায়। খেলার মাঠ, বন্ধুদের সঙ্গে আড্ডা, রঙিন ছবির খাতা, সব যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া দিনগুলিকে ফের মনে করিয়ে দিতে এবং মানুষকে সচেতন করতে মহামায়াতলা ইস্ট মিলনী ক্লাব এ বছর তাদের দুর্গোৎসবকে উৎসর্গ করেছে শৈশবের স্মৃতিকে।
আরও পড়ুন: ‘আরাধনা’য় সেজে উঠেছে কাকদ্বীপের পুজো মণ্ডপ
সবচেয়ে বড় চমক হলো, এই পুরো মণ্ডপসজ্জা তৈরি হয়েছে এলাকার খুদে শিল্পীদের হাত ধরে। তাদের নিষ্পাপ তুলির টানে উঠে এসেছে শৈশবের রঙিন ছবি, ছোটবেলার খেলাধুলা, আনন্দ আর স্বপ্ন। মণ্ডপ যেন পরিণত হয়েছে খুদেদের সৃষ্টিশীলতার এক অনন্য ক্যানভাসে।
কলকাতার লাগোয়া হলেও এ ধরনের ভাবনায় গড়া এই দুর্গোৎসব একদিকে যেমন আঞ্চলিক সংস্কৃতিকে নতুন দিশা দিচ্ছে, অন্যদিকে মনে করিয়ে দিচ্ছে, শৈশবকে বন্দি করে রাখা যায় না। তাকে মুক্ত আকাশে উড়তে দিতে হবে, কারণ সেখানেই তার প্রকৃত স্বরূপ।
৭০ বছরের পথচলায় মহামায়াতলা ইস্ট মিলনী ক্লাব শুধু উৎসবের আনন্দ নয়, সমাজকে বার্তা দেওয়ার মাধ্যম হিসেবেও দুর্গোৎসবকে ব্যবহার করেছে। এবারের বার্তা স্পষ্ট, শৈশব হোক মুক্ত, শৈশব হোক সীমাহীন, আর আমরা সকলে একসঙ্গে উড়ি প্রাণ খুলে।
দেখুন খবর:







