নদিয়া: কৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে (Election Commission) ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে ‘দুর্যোধন’, দুঃশাসন বলে আক্রমণ মমতার। স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর বলেও মন্তব্য করেন তিনি।
এদিন সভা থেকে এসআইআর নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।”ওই সভা থেকেই ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন শাহকে (Amit Shah)। তিনি বলেন, “ওরা বলছে, তাড়িয়ে দেব? তাড়িয়ে দেখাও। অসামে কেন এসআইআর হবে না, বিজেপির রাজ্য বলে! এসআইআর এর নাম করে মা, বোনেদের অধিকার কাড়বে। তারপর দিল্লির পুলিশ এনে ভয় দেখাবে?”মমতা বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।”
আরও পড়ুন: কৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে ধুয়ে দিলেন মমতা, দেখুন
শাহকে আক্রমণ করে মমতা বলেন, “দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি ভয়ঙ্কর। তিনি করতে পারেন না এমন কোনও কাজ নেই। তাঁর দু’চোখে দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখ তাঁর দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। মমতার হুঁশিয়ারি, “বিহার পারেনি, বাংলা পারবে। সে আপনি ইডি, সিবিআই, বিএসএফ, সিআইএসএফ লাগান…. কেউ আটকাতে পারবে না। এটা দেশের পক্ষে ভালো নয়। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন অমিত শাহকে (Amit Shah)। মমতা বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।” এসআইআর নয়, বিজেপির আইটি সেল নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “বিজেপির আইটি সেলই ভোটার লিস্ট বানিয়ে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন—এটাই ওদের পরিকল্পনা! বিহারে যা করেছেন, বাংলায় হবে না। এজেন্সি দিয়ে হলেও হবে না।” মমতার দাবি, কমিশন ও কেন্দ্রের ‘অত্যধিক হস্তক্ষেপ’ গণতন্ত্রের জন্যই বিপজ্জনক। তাঁর কথায়, “ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভাল নয়। মনে রাখবেন, সরকার মানুষ নির্বাচন করে—ইলেকশন কমিশন নয়।
দেখুন ভিডিও







