Wednesday, January 7, 2026
HomeScrollনাবালিকাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ! তিন অভিযুক্তই নাবালক
Kantak

নাবালিকাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ! তিন অভিযুক্তই নাবালক

ধৃতদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে

ওয়েবডেস্ক-  উত্তরপ্রদেশের (UttarPradesh) পর এবার কর্নাটক (Kantak)। নাবালিকাকে (Minor Girl)  বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গণধর্ষণ। অভিযুক্ত তিন স্কুল পড়ুয়া (School Student)। গণধর্ষণের অভিযোগ তুলে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি! কর্নাটকের (Karnatak)  হুব্বালির (Hubbali) ঘটনা। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। নির্যাতিতার এলাকারই বাসিন্দা তিন অভিযুক্ত। ঘটনার সময় তিন নাবালক লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। এর পর তাকে টেনে হিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে।

হুব্বালির পুলিশ কমিশনার বলেন, তিন অভিযুক্তই গ্রেফতার। এদের মধ্যে দুইজন স্কুল পড়ুয়া, একজন ছেড়ে দিয়েছে। গণধর্ষণের পর তিন কিশোর নির্যাতিতার বাবা-মাকেও হুমকি দেয় বলে অভিযোগ। এমনকী তারা গণধর্ষণের ভিডিও করেছে। সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।”

আরও পড়ুন-  অবৈধ পাথর খাদানে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত একাধিক

প্রসঙ্গত, শনিবারই উত্তরপ্রদেশে এক নাবালিকাকে গণধর্ষণের খবর সামনে আসে। বাড়ির ছাদের নিয়ে গণধর্ষণের পর তাকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি নির্যাতিতাকে। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে আহত হয় দুই অভিযুক্ত। তাদের গ্রেফতার করা হয়েছে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এবার ফের কর্নাটকেও নারকীয় ঘটনা ঘটল।

 

Read More

Latest News