Saturday, December 13, 2025
HomeScrollসংসদ হামলার ২৪ বছর পূর্তি, শহিদ শ্রদ্ধায় এক সারিতে মোদি, রাহুল
2001 Parliament Incident

সংসদ হামলার ২৪ বছর পূর্তি, শহিদ শ্রদ্ধায় এক সারিতে মোদি, রাহুল

শহিদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে, এক্স হ্যান্ডেলে বললেন অমিত শাহ

নয়াদিল্লি- ২০০১ সালে সংসদে (2001 Parliament Incident) হামলার আজ ২৪ বছর পূর্তি (24th anniversary) । শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi) । সঙ্গে ছিলেন একাধিক নেতা রাজনৈতিক নেতা ব্যক্তিরা।

২০০১ সালে ১৩ ডিসেম্বর সংসদে সন্ত্রাসী হামলা হয়। নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা। এই ঘটনার মূল কারিগর ছিল পাঁচ জন জইশ-ই-মোহাম্মদ জঙ্গি। ঘটনায় ৬ জন দিল্লি পুলিশ কর্মী, দুইজন পার্লামেন্ট নিরাপত্তা কর্মী এবং একজন মালী নিহত হয়েছিল।  বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় ১৪ জন প্রাণ হারায়। ঘটনার দিন সংসদ অধিবেশন মুলতবি হয়ে গিয়েছিল। তার প্রায় ৪০ মিনিট পরে এই সন্ত্রাসী হামলাটি ঘটে এবং তখন প্রায় ১০০ জন সদস্য ভবনের ভেতরে উপস্থিত ছিলেন।

এদিন সেই ঘটনার ২৪ বছর পূর্তি, শহিদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মোদি। শ্রদ্ধা জানান, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ,  কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, পীযূষ গোয়েল,  জিতেন্দ্র সিং এবং অর্জুন রাম মেঘওয়াল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য সংসদ সদস্যদের সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা।

আরও পড়ুন-  ভারতীয় মুদ্রার রেকর্ড পতন! ডলারের তুলনায় কত হল রুপির মূল্য?

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  এক্স হ্যান্ডেলে বলেন, “আজ আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নিরাপত্তা বাহিনীর অদম্য বীরত্ব এবং সাহসকে স্মরণ করার দিন, যখন ২০০১ সালে তারা তাদের চেতনা দিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মন্দির, আমাদের সংসদ ভবনে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছিল।”

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংসদ হামলায় প্রাণ দেওয়া নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। শ্রদ্ধা জানান লোকসভার স্পিকার ওম বিড়লা।

দেখুন আরও খবর-

Read More

Latest News