Sunday, December 28, 2025
Homeদক্ষিণ দিনাজপুরে হারহিম হত্যাকান্ড, মৃতকে দেওয়ালে প্লাস্টার

দক্ষিণ দিনাজপুরে হারহিম হত্যাকান্ড, মৃতকে দেওয়ালে প্লাস্টার

মালদহ: মালদহের এক নিখোঁজ ঠিকাদারের পচাগলা বস্তাবন্দি দেহ উদ্ধার হল দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন থানার শিহুল গ্রামে। সোমবার শিহুল গ্রামের মৌমিতা হাসানের পৈত্রিক বাড়ির রান্নাঘরের ছাদের কার্নিশ ভেঙে ওই দেহ উদ্ধার করে পুলিশ (Police)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম সাদ্দাম নাদাপ। তিনি মালদহ জেলার ইংলিশবাজার থানার বাসিন্দা। ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের ঠিকাদারি কাজ করতেন ওই ব্যাক্তি। গত ১৮ মে থেকে নিখোঁজ (Missing) ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ না মেলায়, ২৩ মে ইংলিশবাজার থানায় সাদ্দামের পরিবার অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের তির সাদ্দামের হিসেব রক্ষক মৌমিতা হাসানের দিকে।

আরও পড়ুন: বাঁকুড়ায় এক দর্জির লালসার শিকার ৭ বছরের নাবালিকা

মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মৌমিতাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই খুনের কথা স্বীকার করে বলে খবর পুলিশ সূত্রে। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শিহুল গ্রামে তার বাবার বাড়িতে। তার দেখানো জায়গা অনুযায়ী রান্নাঘরের কার্নিশ ভেঙে উদ্ধার হয় বস্তাবন্দি পচাগলা মৃতদেহটি।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হত্যার পর দেহটি কার্নিশে লুকিয়ে সিমেন্ট ও ইট দিয়ে প্লাস্টার করে দেয় অভিযুক্ত। মৃতের দেহ ময়নাতদন্তে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এমন নৃশংস ঘটনার সঙ্গে আর কোন কোন মাথা জড়িয়ে তা খতিয়ে দেখছে ইংরেজ বাজার ও তপন থানা পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News