ওয়েব ডেস্ক: নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui) সহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা। Pdpp এক্ট, কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীদের কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা। তালতলা, বৌবাজার, জোড়াসাঁকো থানায় রাখা হয় আইএসএফ-র কর্মী সমর্থকদের। নওশাদকে রাখা হয় জোড়াসাঁকো থানায়। ভোররাতে নওশাদের মেডিক্যাল করা হয়। আজ বৃহস্পতিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
সূত্রের খবর, গতকাল বুধবার ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এসআইআর, সংশোধিত ওয়াকফ বিল সহ একাধিক ইস্যুতে আইএসএফ (ISF) কর্মী সমর্থকেরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে গিয়েই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
পুলিশের তরফে তাদের বাঁধা দেওয়া হলে দফায় দফায় উত্তেজন ছড়ায়। আইএসএফ নেতা অভিযোগ তোলেন যে তাকে মারধর করা হয়েছে। এরপরেই নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন আইএসএফ কর্মী সমর্থককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের তরফে বলা হয়, কর্মসূচির জন্য বিকল্প জায়গা ও তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর আগেই ধর্মতলা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। তারপরেই পুলিশ গ্রেফতার করা হয়। বুধবার তালতলা, বৌবাজার, জোড়াসাঁকো থানায় রাখা হয়েছিল আইএসএফ-র কর্মী সমর্থকদের। অন্যদিকে নওশাদকে রাখা হয়েছিল জোড়াসাঁকো থানায়। ভোররাতে নওশাদের মেডিক্যাল করা হয়। আর আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে তাদের। ইতিমধ্যেই কোর্ট চত্বরে আইএসএফ কর্মীরা ভিড় জমিয়েছেন।
দেখুন অন্য খবর