উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার মিনাখা থানার নিমিচি এলাকায় চাঞ্চল্য। খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ইসমাইল গাজী (৫৪)-এর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে খাবারের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নির্যাতনের শিকার হয় ছাত্রীটি। শিশুটি চিৎকার করলে ঘটনাস্থলে ছুটে আসেন মা-বাবা ও প্রতিবেশীরা। তবে ততক্ষণে পালিয়ে যায় ইসমাইল গাজী।
আরও পড়ুন: শান্তিপুরে যুবক খুন, মূল পান্ডাসহ ধৃত আরও এক
পরিবারের পক্ষ থেকে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করা হলে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তদন্তে নেমে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে ধৃতকে তোলা হবে এবং তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত।
দেখুন আরও খবর: