Monday, September 15, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollট্রেন থেকে পড়ে গিয়ে আহত যাত্রী, ভর্তি রামপুরহাট মেডিকেলে
Birbhum

ট্রেন থেকে পড়ে গিয়ে আহত যাত্রী, ভর্তি রামপুরহাট মেডিকেলে

ট্রেন থেকে পড়ে গিয়ে আহত এক ব্যক্তি

বীরভূম: হাওড়া–রামপুরহাট (Howrah-Rampurhut) গণদেবতা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম হলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া বাতাসপুর স্টেশন ও ফরিয়ারপুর গ্রামের মাঝামাঝি এলাকায় (District News)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে হঠাৎ পড়ে যান ওই ব্যক্তি। ঘটনার পরই এলাকাবাসী ছুটে এসে তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে সাঁইথিয়া GRP-ও ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: এবার মসলন্দপুর-সহ পাঁচ স্টেশনে দাঁড়াবে এসি লোকাল

তবে আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News