ওয়েবডেস্ক- এই প্রথমবার অন্ধ্রপ্রদেশের (AndraPradesh) শ্রীসাইলাম মন্দিরে (Srisailam Temple) পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । ১৩,৪৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের (13,430 Crore Development Projects) সূচনায় অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আগেই শ্রীসাইলাম মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সময় নিয়ম আচার অনুষ্ঠান মেনে তাঁকে পুজো দিতে দেখা যায়।
ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান শ্রী ভ্রমরম্বা মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে দেবী ভ্রমরম্বা ও ভগবান মল্লিকার্জুন স্বামীর কাছে প্রার্থনার আগে প্রধানমন্ত্রীকে তাঁকে স্বাগত জানান মন্দিরের পুরোহিত সহ কর্মকর্তারা। ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।
আচার অনুষ্ঠান মেনে মোদি ঐতিহ্যবাহী পঞ্চামৃত ব্যবহার ভগবান মল্লিকার্জুন স্বামীর উদ্দেশ্যে রুদ্রাভিষেকম করেন। পরে প্রধানমন্ত্রী শ্রী শিবাজি স্পুর্তি কেন্দ্র পরিদর্শন করেন। শ্রীসাইলাম মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। একই সঙ্গে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি।
মন্দির পরিদর্শনের পর, প্রধানমন্ত্রী মোদি কুর্নুল ভ্রমণ করেন। এই সফরকালে প্রধানমন্ত্রী ১৩,৪৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিল্প, বিদ্যুৎ সরবরাহ,সড়ক, রেল, প্রতিরক্ষা উৎপাদন, প্রেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রেএই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প পরিবেশ তৈরি, রাজ্যেরআর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই প্রকল্প। এই উপলক্ষে এক জনসমাবেশে ভাষণও প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি ঘিরে প্রচুর কর্মসংস্থানের আশা।
আরও পড়ুন- নেই গুরুত্বপূর্ণ উপাদান, গুণমান পরীক্ষায় ফেল ৩৪টি ওষুধ!
মোদির কর্মসূচি- কুর্নুল-III পুলিং স্টেশনে ২,৮৮০ কোটি টাকারও বেশি বিনিয়োগে ট্রান্সমিশন সিস্টেম শক্তিশালীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই প্রকল্পের মধ্যে রয়েছে ৭৬৫ কেভি ডাবল-সার্কিট কুর্নুল-III পুলিং স্টেশন-চিলাকালুরিপেটা ট্রান্সমিশন লাইন নির্মাণ, যা রূপান্তর ক্ষমতা ৬,০০০ এমভিএ বৃদ্ধি করবে এবং দেশের প্রবৃদ্ধিকে পুনর্নবীকরণযোগ্য শক্তির বৃহৎ পরিসরে ট্রান্সমিশন সক্ষম করবে।
কুর্নুলের ওরভাকাল শিল্প এলাকা এবং কাডাপার কোপ্পার্থি শিল্প এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মোট বিনিয়োগ ৪,৯২০ কোটি টাকারও বেশি। আশা করা হচ্ছে যে, এই প্রকল্পগুলি ২১,০০০ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রায় এক লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে শিল্প উন্নয়ন এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি করবে।
সড়ক পরিকাঠামো উন্নত করার জন্য, ৯৬০ কোটি টাকার সাব্বাভরম থেকে শীলানগর পর্যন্ত ছয় লেনের গ্রিনফিল্ড হাইওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার লক্ষ্য বিশাখাপত্তনমে যানজট কমানো এবং বাণিজ্য ও কর্মসংস্থান সহজতর করা।
১,২০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
জ্বালানি খাতে, প্রধানমন্ত্রী গেইল ইন্ডিয়া লিমিটেডের শ্রীকাকুলাম-আঙ্গুল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ। যা প্রায় ১,৭৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এবং অন্ধ্রপ্রদেশে প্রায় ১২৪ কিলোমিটার এবং ওড়িশায় ২৯৮ কিলোমিটার বিস্তৃত হবে।
Andhra Pradesh: Prime Minister Narendra Modi performs Pooja and Darshan at Sri Bhramaramba Mallikarjuna Swamy Varla Devasthanam, Srisailam in Nandyal district.
Andhra Pradesh CM N Chandrababu Naidu also present. pic.twitter.com/uq44SGmInB
— ANI (@ANI) October 16, 2025
অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ইন্ডিয়ান অয়েলের ৬০ টিএমটিপিএ (বার্ষিক হাজার মেট্রিক টন) এলপিজি বোতলজাতকরণ প্ল্যান্টের উদ্বোধনও, যা প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত হয়েছে। এই প্ল্যান্টটি অন্ধ্রপ্রদেশের চারটি জেলা, তামিলনাড়ুর দুটি জেলা এবং কর্নাটকের একটি জেলা জুড়ে ৮০টি পরিবেশকের মাধ্যমে ৭.২ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করবে। এই অঞ্চলের পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য এলপিজি সরবরাহ নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেখুন আরও খবর-